আমাদের কথা খুঁজে নিন

   

ছুট ছুট ছুট

আ মা র আ মি

আমি রাস্তার এপারে, ছুটছি দ্রুত। আমার আরও দ্রুত ছোটা চাই। একটা যন্ত্র চাই, হোক না যতই যান্ত্রিক তা। ওপারে ছুটে যায় দ্রুত যন্ত্র একটা। আমিও ছুট লাগাই ওপারে।

পার হতে হতেই আমি খুঁজি শূণ্যতা। নেবে কি আমায় তুলে পূর্ণতায়? আমি তাকিয়ে, দৃষ্টিবদ্ধ ছুটন্ত যন্ত্রে। তাকিয়েই। আমার উপর দিয়ে ছুটে যায় যন্ত্র আরেক, পূর্ণতা নিয়ে নিমিষেই। শেষ দৃশ্য তখনো চোখে খুঁজে বেড়ানো শূণ্যতায়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।