i'm lost and alone and i'm fair and i'm free you am what you is and i are who i be what i'm lacking in strength i make up for in smarts you keep your stability i'll keep my heart
অনেকদিন পর আজকে ব্লগ দেখতে দেখতে চোখে পড়লো এখানে বেশীর ভাগ মানুষই নিজের নামে ব্লগ লিখেন না। এইরকম আরো দেখেছি, বিভিন্ন আলাপের সাইট - আইআরসি, প্যালটক এইসব। প্রায় সবাই অন্য একটা নামে আলাপ করে ।
কেন?
একটা কারণ হতে পারে কালচার। মানে শুরুর থেকেই এইরকম হয়ে আসছে, সবাই ইউজারনেম হিসাবে অন্য কোন নামই বুঝতো, সেই জিনিষই রয়ে গেছে।
এক সময় হয়তো সিসটেম ক্রিয়েটেড নাম ছাড়া অন্য ইউজারনেম নেয়া যেত না।
অথবা নাম দিয়ে মানুষ নিজের সম্পর্কে একটা ধারণা দিতে চায়। নিজের সম্পর্কে কোন একটা বিশ্বাস প্রচার করতে চায়। যেমন - মুক্তমনা, মুখফোঁড় বা অপবাক এইগুলা হলো রাজনৈতিক নাম। এইসব নামের আড়ালে লুকায়ে অনেক রকম উটপটাং কথা বলা যায়, নিজে সেইসব কথাবার্তার দায়িত্ব নেয়া ছাড়াই।
এইরকম আরো নানা ধরনের নাম আছে -কাব্যিক, রোমান্টিক, স্পিরিচুয়াল ইত্যাদি।
আর কোন কোন নাম আছে অন্যদেরকে গালি দেয়ার জন্য ব্যবহার করা হয়। নিজের পরিচয়ে গালি দিতে ভয় লাগে, তাই একটা নন এক্সিটেন্ট এনটিটির সাহায্য নেয়া। তারমানে গালিবাজ নিজেও বুঝতেছে সে যে তার কাজটা খারাপ। এই গালাগালির ফলে যেই মজা পাচ্ছে সেইটাও খারাপ।
তারপরও সুযোগ থাকায় দিয়ে নিতেছে।
আমার মনে হয় নিজের পরিচয়ে কিছু বলতে না পারলে না বলাই ভালো। বেচারা কথাগুলারও তাইলে পিতৃমাতৃহীন অবস্থায় ভাসমান থাকতে হবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।