আমাদের কথা খুঁজে নিন

   

তবে জীবনটা কই? মস্তিস্কে, হৃদপিন্ডে, মনে, শরীরে, পরিচয়ে, স্মৃতিতে?

আ মা র আ মি

ইদানীং তো চিকিৎসা বিঞ্গানের বেশ উন্নতি হয়েছে। যদ্দুর জানি কৃত্রিম হ্ৃদপিন্ড নিয়েও অনেকে বেঁচে থাকতে পারেন বহুদিন। আচ্ছা, এই হৃদপিন্ডটাই কি জীবনের ধারক? এমন প্রশ্ন আসলে মানায় না। জন্মগত প্রাপ্ত হৃদপিন্ডটা না থাকলেও মানুষ যখন দিব্যি বেঁচে রয় স্বাভাবিক আগের মতই, তখন তো আর জীবন ফুরায় না। কিন্তু আসুন মনে করি, একসময় চিকিৎসা বিঞ্গান এতো উন্নতি করলো যে মানুষের মাথায় অস্ত্রপচার করে কপট্রন বসিয়ে দেয়া যাচ্ছে।

আপনার মাথা থেকে পুরো মস্তিস্কটা সরিয়ে ওখানে একটা কপট্রন বসিয়ে দেয়া হলো। আপনার পুরানো কোন স্মৃতি নাই, পুরোন অনুভুতিগুলোও নাই (কেননা, অনুভুতির আশ্রয়ওতো সেই মস্তিস্ক)। তাহলে, আপনি কি বেঁচে থাকলেন, নাকি মারা গেছেন মাথা থেকে মস্তিস্কটা সরিয়ে ফেলার সাথে সাথে? এখানে আরও একটা প্রশ্ন আছে। মাঝে মাঝে মানষিকভাবে অসুস্থ মানুষ তো স্মৃতি হারায়। কিন্তু, তারা তো মৃত মানুষ না, বেঁচে আছেন তবু তো তারা নিজের পরিচয়ে।

তবে জীবনটা কই? মস্তিস্কে, হৃদপিন্ডে, মনে, শরীরে, পরিচয়ে, স্মৃতিতে? কোথায়?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।