আমাদের কথা খুঁজে নিন

   

প্রয়োজনীয় ওয়েবসাইট হোমপেজ হিসেবে সেট করুন মাত্র কয়েক ধাপেই

আপনার প্রিয় ও কাজের কোন ওয়েবসাইটকে আপনার হোমপেজ হিসেবে সেট করবেন? কিন্তু জানেন না কিভাবে করতে হবে? তাহলে আমি আছি আপনার জন্য। এক নজরে ঝটপট শিখে নিন কিভাবে আপনার ব্রাউজারে হোমপেজ সেট করবেন।
১। মজিলা ফায়ারফক্স চালু করুন।

২।

স্ক্রীনের বামপাশে উপরের কোণায় ফায়ারফক্স (Firefox) লেখা বাটনটিতে ক্লিক করুন।
৩। একটি ড্রপডাউন মেনু আসবে যার ডানপাশে অপশন (Option) আছে। অপশনে ক্লিক করুন।

৪।

নতুন একটি সেটিং উইন্ডো আসবে। যার বামপাশে উপরের কোণার জেনারেল (General) বাটনে ক্লিক করুন।
৫। হোমপেজ অংশে অন্যকিছু থাকলে তা মুছে দিয়ে আপনার পছন্দের ওয়েবসাইট টাইপ করুন । যেমন - http://www.abc.com
৬।

সবশেষে ওকে (Ok) বাটনে ক্লিক করুন।
৭। ফায়ারফক্স বন্ধ করে পুনরায় চালু করলেই দেখবেন হোমপেজটি চালু হচ্ছে।
(কমেটবার্ড ব্যবহার করলেও ফায়ারফক্সের নিয়মানুসারে হোমপেজ সেট করতে পারবেন)
১। Google Chrome চালু করুন।



২। স্ক্রীনের উপরের দিকের ডানে ক্রোম সেটিং আইকনটিতে ক্লিক করুন।
৩। ড্রপডাউন মেনু আসবে তার নিচের দিকে অপশন আছে। অপশনে (Option)  এ ক্লিক করুন।



৪। সেটিং উইন্ডো আসবে যার বামপাশে উপরের বেসিকস্‌  (Basics) এ ক্লিক করুন।
৫। হোমপেজ অংশের ওপেন দিজ পেজ (Open This Page) বক্সটিতে আপনার পছন্দের ওয়েবসাইট টাইপ করুন । যেমন - http://www.abc.com
৬।

ক্লোজ (Close) বাটনটিতে ক্লিক করে সেটিং উইন্ডো বন্ধ করুন।
৭। ক্রোম বন্ধ করে পুনরায় চালু করলেই দেখবেন হোমপেজটি চালু হচ্ছে।
১। ইন্টারনেট এক্সপ্লোরার  (Internet Explorer) চালু করুন।



২। স্ক্রীনের ডানপাশে কোণায় টুলস্‌ (Tools) এ ক্লিক করুন।
৩। ড্রপডাউন মেনু আসবে যার একদম নিচে ইন্টারনেট অপশন আছে। Internet Option এ ক্লিক করুন।



৪। সেটিং উইন্ডো আসবে যার বামপাশে উপরের কোণায় জেনারেল বাটন পাবেন। General  ট্যাবে ক্লিক করুন।
৫। হোমপেজ অংশের বক্সটিতে যা আছে তা মুছে আপনার পছন্দের ওয়েবসাইট টাইপ করুন ।

যেমন - http://www.abc.com
৬। উইন্ডোটির নিচে অ্যাপ্লাই (Apply) এবং ওকে (Ok) বাটনে ক্লিক করুন।
৭। ইন্টারনেট এক্সপ্লোরার বন্ধ করে পুনরায় চালু করলেই দেখবেন আপনার সেট করা হোমপেজটি ওপেন হচ্ছে।
১।

অপেরা (opera) চালু করুন।

২। স্ক্রীনের বামপাশে উপরের কোণায় মেনু (Menu) বাটনটিতে ক্লিক করুন।
৩। ড্রপডাউন মেনু আসবে যার নিচের দিকে সেটিং (Setting) পাবেন।

সেটিং-এ ক্লিক করুন।
৪। Preferences এ ক্লিক করুন।

৫। নতুন একটি সেটিং উইন্ডো প্রদর্শিত হবে।

উইন্ডোটির বামপাশে উপরের কোণায় জেনারেল (General) বাটনে ক্লিক করুন।
৬। জেনারেল ট্যাবের প্রথম অংশ Startup। স্টার্টআপ এর বক্সটিতে ক্লিক করুন এবং ড্রপডাউন মেনু থেকে Start With Homepage নির্বাচন করুন।
৭।

হোমপেজ অংশে অন্যকিছু থাকলে তা মুছে দিয়ে আপনার পছন্দের ওয়েবসাইট টাইপ করুন । যেমন - http://www.abc.com
৮। উইন্ডোটির নিচে ওকে বাটনে ক্লিক করে সেটিং উইন্ডোটি বন্ধ করুন।
৯। অপেরা বন্ধ করে পুনরায় চালু করলেই আপনার সেট করা পছন্দের হোমপেজটি দেখতে পাবেন।


(অন্যান্য যেসব ব্রাউজার আছে প্রায় সব ব্রাউজারে হোমপেজ সেট করার পদ্ধতি প্রায় একই রকম। তাই অন্য কোন ব্রাউজার ব্যবহার করলে ঘাবড়ে না গিয়ে চেষ্টা করুন, অবশ্যই পারবেন)
যদি কোন ভুল হয়ে থাকে, তবে ক্ষমা সুলভ দৃষ্টিতে দেখবেন
সময় থাকলে আমাদের সাইটে  ও ফেসবুক পেইজে একটু ঢু মারতে পারেন!

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।