আমাদের কথা খুঁজে নিন

   

জান তো, মেয়েরা ছাগল হাতে রেখে রামছাগল খোঁজে...

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

নায়লার মতো মেয়ের সাথে এই দীর্ঘদিনের বিচ্ছেদ, আর সহ্য হচ্ছিলনা রানার। আসলেই কি দীর্ঘ দিন? এই তো মাত্র চার সপ্তাহর কিছু বেশী হবে। তারপরও এই সময়টাই অনেক। কারও কারও সঙ্গ লিপ্সা একটু্ বেশীই আলোড়ন জাগায় রানার মতো খেলুড়েদের । নায়লার রূপটাও তেমনই সাথে এক্সট্রা হিসেবে নায়লার সূক্ষ্ম্‌ বুদ্ধির যে সান্নিধ্য তাও প্রাণন্ত। অথচ রানা কি জানত এই এত দিন পরে নায়লাকে ফোন করে শুনতে হবে তার সেই সূক্ষ্ম বুদ্ধির এক সূক্ষ্ম ডায়ালোগ। জানলে কি আর ফোন করত আর এখন এখন দাঁড়িয়ে থাকত সে খোলা আকশের তলে স্তম্ভিত অনঢ়। এমন একটা কথা সে ...না ভেবেই কুল পাচ্ছেনা.... এত বুদ্ধি, এত , গায়ের মিষ্টি গন্ধ পেয়েছ একদম কাছ থেকে আর এই বুদ্ধির চরম তাপটা কেনো পেলনা। রানা ভেবেই পায়না....নায়লা কেমন করে অত সহজে হাসতে হাসতে বলতে পারল, ` রানা জানোতো, মেয়েরা ছাগল হাতে রেখে রামছাগল খোঁজে.., আমি রাম ছাগল পেয়ে গেছি, বুঝেছ?'

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।