আমাদের কথা খুঁজে নিন

   

দশ হেফাজতকর্মী কারাগারে

ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়েবুল হাসান উজ্জ্বল মঙ্গলবার এ আদেশ দেন।
হেফাজতকর্মীরা জামিনের আবেদন করলেও বিচারক তা নাকচ করে দেন।
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গত সোমবার এই দশ জনকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে গ্রেপ্তার করে পুলিশ। 
এরা হলেন- মো. হাবিবুল্লাহ (২১), মাহমুদুল হাসান (২০), খালেদ সাইফুল্লাহ (৫০), আসাদুর রহমান (১৮), আবদুল্লাহ (২২), ইয়াকুব (২০), ওমর ফারুক (২০), আব্দুল হাফেজ (২০) , বিল্লাল হোসেন (২১) ও আব্দুস সামাদ (২২)।
তাদের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পুলিশ।
গ্রেপ্তারের সময় এই হেফাজতকর্মীদের কাছ থেকে প্রায় দেড়শ বাঁশের লাঠি জব্দ করা হয় বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।