আমাদের কথা খুঁজে নিন

   

গল্প ও আমার এক মুহূর্তের বাস্তবের সাথে অপূর্ব মিলন কথা

নিজেকে নিয়ে কিছু একটা লেখার চেষ্টা, এখোনো করে যাচ্ছি . . .

কাক ও খরগোশের গল্প : একটি কাক গাছের মগডালে বসে ছিল । কিছুই করছিল না । শুধুই বসে থাকা। গাছের নিচের খরগোশটি তাকিয়ে তাকিয়ে তা দেখছিল, একসময় ভাবল আমিও তো সারাদিন কোন কাজ ছাড়াই বসে থাকতে পারি ! যে ভাবা সেই কাজ খরগোশটি গাছের নীচে বসে ছিল হঠাঃই একটি শিয়াল আক্রমন করল এবং খরগোশটিকে মুখে নিয়ে চলে গেল। গল্পের সারমর্ম : কাজ থাকুক আর নাই থাকুক বসে থাক সমস্যা নাই কিন্তু শর্ত উপরে বসতে হবে তাহলেই রক্ষা ! গল্পটি লেখার কারণ নিশ্চয় আছে, আজ অফিসে আমি আর আমার বস, সকালে এসে বসকে পাইনি এল ১ঘন্টা পরে, ভাল ঘন্টা দুয়েক পরে রুমে উকি দিয়ে দেখি কাজ বাদ দিয়ে গান শুনছে। আমিও ভাবলাম কি আর করা, আমিও বেশ কিছু ডাওনলোড দিলাম, সাথে চ্যাটিং চলছে। হঠাৎই আচমকা বস এসে হাজির, এসব দেখে ধুমাইয়া ঝাড়ি, ঝাড়ি কাকে,কত প্রকার বুঝিয়ে দিলেন। কি আর করা হজম ছাড়া তো উপায় নেই। মনে মনে বলি আমি তো তাও চ্যাটিং করছি, কিন্তু আপনি তো তাওনা। সবকিছু হজম হলে গল্পটির সাথে নিজেকে মেলালাম, বাস্তবেই তাই উপরে বসে থাক কাজ কর আর নাই কর কোন সমস্যা নাই, আর নীচে থাক তো মর


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.