আমাদের কথা খুঁজে নিন

   

ছড়া লেখার প্রচেষ্টা

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

কবিতা লিখেছি অনেক কিন্তু ছড়া লিখেছি খুব কম। কিছুদিন আগে আর্থ-ফাউন্ডেশন শিশুদের জন্য বয়সভিত্তক মুক্তিযুদ্ধের ছড়া আহ্বান করেছিলো। আমারও প্রচেষ্টা ছিলো কিছু লেখার- ১. গল্প শুনি নদীর কাছে গল্প শুনি ঢেউ-এর বলতে পারো জন্ম কোথায় কেউ এর? মায়ের কাছে গল্প শুনি দেশের তুমুল যুদ্ধ একাত্তরের শেষের। নদীর ঢেউয়ে জোয়ার ওঠে জোরে স্বাধীনতার সূর্য হাসে ভোরে। ডিসেম্বরে মুক্ত হলো দেশটা মুক্তিসেনা পরলো বিজয় বেশটা! ০৪.০৪.২০০৭ ২. শহীদ সালাম গাঁয়ের স্কুলের সেরা ছেলে নাম ছিলো সালাম যুদ্ধে গিয়ে কুড়ালো সে বীর সেনানীর নাম। শত্রু মারে বুলেট ছুড়ে নেইকো কোনো ভয় সিঙ্গুরিয়ার যুদ্ধে সে যে সবার আগে রয়। হঠাৎ এসে বুলেট বেঁধে বুকের মাঝে তাঁর দামাল ছেলের প্রাণ কেড়ে নেয় শত্রু হানাদার! স্বাধীন দেশে তাঁর নামেরই শহীদ সালাম স্কুল হাজার ছেলের চোখের তারায় স্মৃতির ফোটা ফুল। ০৪.০৪.২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।