আমাদের কথা খুঁজে নিন

   

নষ্ট

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

বিনা কষ্টে নষ্ট হওয়া কঠিন কিছু নয়, নষ্ট হলে কষ্ট করেই ভাল হতে হয়। নষ্ট হবার কষ্টে যারা দুঃখ মনে ধরে, সুখের কথা ভুলে তারা নষ্ট সবি করে। নষ্ট নীড়ে কষ্ট পাখীর বসত চিরকাল, দুঃখ ঝড়ে ভাঙ্গে শুধু সুখের মরা ডাল। দৃষ্টিহীনের নষ্ট চোখে শুধুই আঁধার কালো, দৃষ্টি থেকেও নষ্টেরা সব পায়না খুঁজে আলো। নষ্ট মনের কষ্ট যত জ্বালিয়ে করো খাক, কষ্ট নিয়ে নষ্টেরা সব যেদিক খুশী যাক। নষ্ট মানুষ কষ্ট ভুলে ভাল মানুষ হয় যদি, একদিন সে পার হবে ঠিক, হারিয়ে যাওয়া সুখের নদী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.