আমাদের কথা খুঁজে নিন

   

নাই যদি জানলে

ফেলে দেওয়া মাল, কেউ নেই ধারে কাছে, বাতাস এলে উড়ে সব তালগোল,এখনই ঠিক সময়,লুঠ তো করতেই হবে। হা হা হা...

সার সার ছাতা পথ হেঁটে যায়, নানী মোরেতির মত। কত কিছু ঢেকে থাকে। কথা, দু:খ। ওমন গুলতির মত সাই করে উড়ে গেলে যদিও বা চৈতন্য হয়। সকাল থেকে কাঠ ঠোকরা ঠুকে চলেছে তার ঠোঁট, গাছটা বুঝি ভীষণই শক্ত। প্রশ্নেরা ভেসে যায়, বাসি ফুল, টোপরের ভাঙা শোলা হয়ে। নদীই আশ্রয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।