আমাদের কথা খুঁজে নিন

   

ভি ও আই পি তে বহুল ব্যবহৃত কিছু শব্দ.....

Hello All You Know Love Is Best Realize In the World. See Me I Love My Bangladesh, It Makes Me Patriot-Loyalist, I Believe In Islam Its Make Me Honest Muslim. I Love My Family Its Make Me Responsible.

ভি ও আই পি জগতে বহুল ব্যবহৃত কিছু শব্দ....... Orgination Termination SoftSwitch Billing Gateway Gatekeeper IP Phone SoftPhone/DesktopPhone WebPhone Telular E1/T1 অরজিনেশন - যে এন্ড থেকে কল করা হয় বা কল জেনারেট করা হয় সে এন্ড কে অরজিনেশন এন্ড বলে। কল জেনারেশন ই হচ্ছে অরজিনেন। টারমিনেশন - অরজিনেটেড কল গ্রহন করে কাঙ্খিত নাম্বারে কল প্রেরনই টারমিনেশন। আর যে এন্ড এই কাজ করেথাকে সেই এন্ড কে টারমিনেশন এন্ড বলে। সফট সুইস - ইউজারের/গেটওয়ের/আইপি ফোন/অন্য সফট সুইস এর নিকট থেকে কল গ্রহন করে প্রাওরিটির অনুসারে ডেস্টিনেশনে প্রেরন করে।

বিল এর হিসাব রাখে। কলিংকার্ডের জন্য পিন তৈরী করে। এটি একধরনের সফটওয়ার। এবং আরও অনেক...... মোবাইল/পিএসটিএন অপারেটররা তাদের অপারেশনের জন্য সফট সুইস ব্যবহার করে(সেগুলো আরও অনেক উচুমানের) বিলিং - বিলিং সার্ভার বিল এর হিসাব রাখে। কলিংকার্ডের জন্য পিন তৈরী করে।

এটি একধরনের সফটওয়ার। গেটওয়ে - গেটওয়ে এক ধরনের ডিভাইস। যে ডিভাইস কল/ফ্যক্স অরজিনেশন বা টারমিনেশন করে থাকে। গেটকিপার - গেটকিপার কল/ফ্যক্স গ্রহন করে বিভিন্ন গন্তব্যে প্রাওরিটি অনুসারে প্রেরন করেথাকে। গেটকিপার সফটওয়ার বা ডিভাইস যে কোনটিই হতে পারে।

আই পি ফোন - আই পি ফোন ও একধরনের ডিভাইস। যে ডিভাইসের মাধ্যমে কল কলরা যায়। দেখতে টেলিফোন সেটের মতই। যেসব দেশে ভিওআইপি অবৈধ সেসব দেশে পুলিশের চোখকে ফাকি দেওয়ার জন্য আইপি ফোন বেশি ব্যবহৃত হয়। Soft/Desktop Phone/Dialer - এটি একধরনের সফটওয়ার যা কম্পিউটারে ইনস্টল করে কল করা যায়।

WebPhone - ওয়েব ফোন ও একধরনের সফটওয়ার, তবে এটি ইনস্টল করতে হয়না, সরাসরি ওয়েবসাইট থেকেই কল করা যায়। টেলুলার - টেলুলার একধরনের ডিভাইস। এই ডিভাইসে মোবাইলের সিম ব্যবহার করাহয়। এটি মোবাইলের মতই আচরন করে। এটি টারমিনেশন/অরজিনেশন উভয় এন্ড এ ই গেটওয়ের সাথে ব্যবহার করা হয়।

ই১/টি১ - ই১/টি১ এর ব্যবহার টেলুলার এর মতই, তবে ইহা হাইলি ইন্টিগ্রেটেড। যেখানে একটি টেলুলার একটি কল প্রসেস করতে পারে সেখানে একই সাথে একটি ই১ ৩০ টি ও টি১ ২৪ টি কল প্রসেস করতে পারে। আরও কিছু শব্দ আছে যেমন- কেরিয়ার, প্রোভাইডার....... আরও শব্দ কারও জানা থাকলে মন্তব্যে জানাবেন। চলবে.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।