আমাদের কথা খুঁজে নিন

   

= আন্তরিক সংসার

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

পিয়াসী স্বপ্নেরা সারাদিন রৌদ্রজলে ছুটোছুটি করে ফিরে আসে চেতনার দোচালায়, অন্তরে-কল্পনে আমার আন্তরিক সংসার হৃদয়ের রঙেতে, পান্তা-নুনেতে অস্তাচলের পরে। এক কাঠি কষ্টকে বুক পকেটে লুকিয়ে নিরন্তর সাধনা জ্বালাই দু'কাঠি সুখ পেতে, মগজে-মননে জ্বালানীর নিদারুন সংকট সাম্রাজ্যবাদের দু'মুখো সাপ বদলেছে খোলস, মখমলি ভূমির ডাকাত দর্জিরা মিলে নতুন খোলসের নাম দিয়েছে বিশ্বায়ণ। প্রতিটি আঁশে যার ঝুলানো শান্তির পালক তোমরা কি কেউ ভাবনি তা পেয়েছে কোথায়? প্রশান্ত কবুতর খেয়ে খেয়ে জমানো সাদা কাফন আমাদের শান্তি-প্রতীক পায়রার পাখা সব! উড়েছিল তারা ফিলিস্তীনের জলপাই বাগানে অবুঝ শিশুর কামানো মাথায় পালকের ছায়া দানে আফগান মরুর জলছোঁয়া পাওয়া সিক্ত মরুদ্যানে পেখমী পুচ্ছ দুলিয়েছে তারা ভূ-স্বর্গ কাশ্মীরে গুজরাট হয়ে তিমুরের পথে ফিলিপাইনের বাতাসে মুক্ত-স্বাধীন শান্তিরা ছিল ঘুরে ফিরে আকাশে; ফোরাত বুকের রক্ত জোয়ারে, রেঙ্গুনের বিভিষণে বাংলার বুকে লগি-বৈঠায় মরে শান্তির পায়রা। বনবাসী প্রিয় শান্তি আমার দুয়ারে আসিও, যবে রক্তের দামে ভাঙ্গবো তোমার দু'পায়ের জিঞ্জির! সেদিন আসলে খুলে দেখো মোর স্বপ্নের যত নথি অশান্ত বানে, রক্ত সাগরে ভাসিও আবার ভেলা দেখবে তোমার চারিপাশ জুড়ে শান্তির পায়রারা; কারো নাম হবে হামজা, হোসেন, বান্না, বেরেলভী কারো নাম হবে আব্দুল মালেক, জসিম উদ্দিন, মুজাহিদ দীপ্ত উনুনে পেয়েছিল যারা প্রশান্ত সুখ নিদ। স্বপ্নের বীজ বুনে যাই আমি নিঃসীম অজানায় ফলিলে ফসল অভাগার কথা স্মরিও প্রার্থনায়। ০৩.০৫.২০০৭ মদীনা মুনওয়ারা, সৌদি আরব। ছবিঃ সংগৃহীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।