আমাদের কথা খুঁজে নিন

   

১৮১২

timursblog@yahoo.com

১৮১২ (হের হাসিব, চাচার নাম জিগাইসে তাই লেজ দিলাম) ১৮১২ সালটা তখনকার দুই হারামী সুপার পাওয়ার ব্রিটেন আর ফ্রান্সের জন্য খুব খারাপ গেছে । বর্তমান কালের দুই হারামী সুপার পাওয়ার রাশিয়া আর আমরিকাকে টাইট দিতে গিয়া কাছা খুইলা গেসিলো তাগো একসাথে । (কাছা তাগো বেশ কয়েক খুলসে, বিশেষ কইরা ফরাসীগো কাছা খোলার তালিকা বেশ লম্বা । কিন্তু কোনো এক বিশেষ বছরে দুইটারই কাছা খোলার ঘটনা আগে পরে কখনো ঘটে নাই) ব্রিটেন আমেরিকা হামলা করতে গিয়া গো হারা হারছে, আর নেপোলিয়ন রাশিয়ার বোরোদিনোতে প্যাঁদানি খাইছে শীত আর কসাকগো কাছে । পিওতর ইলিচ চাইকভস্কিরে দায়িত্ব দেয়া হইছিলো যেন উনি একটা মিউজিক লেইখা দেয় যেইটা জাতীয় দিবসে বাজাইলে রক্ত গরম হয়া উঠব । তাই উনি এই ১৮১২ ওভারচার (ফরাসীতে উভারতুর মতলব 'উন্মোচন') লেখেন । ভিতরে ১৬ টা তোপধ্বনির স্পেস রাখা হইছে । পয়লা বার ১৮৮২ তে পারফর্ম্যান্সের রাশানরা সত্যি মঞ্চের পাশে তোপ ফুটাইছিলো!!! (হাচাই!!!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.