আমাদের কথা খুঁজে নিন

   

বসে আছি বরাহ ভীড়ে (একটি দক্ষিনাধুনিক ব্লগীয় কবিতাঞ্জাল)

আপ্নেরা ছাগসাথে কোলাকুলি করেন , আমারে ডর দেখাইয়েন না

উতসর্গ :সহ ব্লগার ’চোর’ কে। আমরা যখন সূর্যস্নানে যাচ্ছিলাম, তখন একপাল শুওর আমাদের ঘিরে ধরে। তারা তাদের কাদাঘাটা নোংরা শরীর, তাদের মলমুত্র আর চেটেচেটে তৈরী করা মুখ ভর্তি ফেনা নিয়ে আমাদের সুন্দর বাহনটিতে উঠে পড়ে। তারা শুধু চিতকার করে,আর চিতকার করে। আমাদের মাঝে যারা মানুষ ছিল, তারা এই শুওর পালকে ছাগল মনে করে বিভ্রান্ত হয়।

আমি শুধু লড়তে লড়তে প্রতিদিন ক্লান্ত হয়ে যাই, আর শুওরের পাল সেই লড়াইকে অনায্য ঘোষনার জন্য চিতকার করে ,চিতকার করে। তারা জানে ,আমাকে চুপ করাতে পারলেই তাদের সিদ্ধি লাভ হবে। তারা তখন নীরবে সেরে ফেলবে মানুষকে শুওর বানানোর যাবতীয় স্বপ্ন। আর আমার সহযাত্রীরা তাদের ছাগল ভেবে নিয়ে শুধু ঠাট্টা করে যায় অবলীলায়। হায়,তারা জানে না, শুওরের পাল ইতিহাসে প্রতিবারই এসেছিল নিরীহ ছাগলের বেশেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।