আমাদের কথা খুঁজে নিন

   

কেন বার বার দক্ষিণ আফ্রিকা (শেষ পর্ব)

.......অতঃপর মৃত্যুর প্রতীক্ষা

ছবিঃ বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে ট্র্যাজিক মুহূর্ত ড্রেসিং রুমের ব্যালকোনিতে দুহাতে মুখ ঢাকা শন পোলক হয়ে আছেন বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে করুণ ছবি। ( অবিচার ও দুঃস্বপ্নের উপাখ্যান) গতকাল কেনসিংটন ওভালে এক দক্ষিন আফ্রিকান বোলারের ৬-২-৮-০ ওপেনিং স্পেল দেখে মনে হচ্ছিল, টেন্ডুলকার বা লারার বিশ্বকাপ না পাওয়ার দুঃখ তাঁর কষ্টের কাছে কিছু নয়। এরা দুজন বিশ্বকাপ পাননি, তাদেরও বিশ্বকাপ এমন পোড়ায়নি , যেমন পুড়িয়েছে এই পেসারকে। বিশ্বকাপ তার কাছে এক দুঃস্বপ্নের নাম ছাড়া কিছুই নয়। দু দলের স্কোর সমান হয়ে যাওয়ার পর ব্যালকনিতে দাড়িযে পোলক যখন উৎসবের অপেক্ষায়, তখনই অবিশ্বাস ভরা চোখে দেখলেন পোলকের পাগুলে দৌড় আর ডোনাল্ডের রান আউট হয়ে যাওয়া।

ম্যাচ টাই কিন্তু রান রেটের কারণে দক্ষিন আফ্রিকার বিদায়। চার বছর পরের বিশ্বকাপে আরেকটি টাই, সেটি আরো ট্রাজিক। ডাকওয়ার্থ-লুইসের হিসাবের ভুল করে টাইয়ের স্কোরকে উইনিং স্কোর ভাবলো দক্ষিন আফ্রিকা। নিজের দেশে বিশ্বকাপ, অথচ সুপার সিক্সে যেতে হলো শুধুই দর্শক হয়ে। অধিনায়কত্ব হারাতে হলো পোলককে।

ম্যাচ শেষে ভুলটা পরিষ্কার হওয়ার পর এজবাস্টন ছিল দুর্ভাগ্য, ডারবানে ছেলেমানুষি ভুল-এদুয়ের কারণে দুটি টাই, দুটিতেই বিশ্বকাপ হতে বিদায়। (আমি জানি আজকেও পারবেনা দক্ষিণ আফ্রিকা, কোন এক অজ্ঞাত অভিশাপের প্রায়শ্চিত্য করতে গিয়ে...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।