আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধের জন্য - 'না' (উত্সর্গ-তারেক রহিম এবং পৃথিবীর সকল যুদ্ধবিরোধী মানুষ )!

বন্ধ জানালা, খোলা কপাট !

যুদ্ধ মানে -পৈশাচিক উল্লাস নর মাংশ খুবলে নেয়া পিশাচ নখর যুদ্ধ মানে- বিদগ্ধ হিরোশিমার ঝলসানো হৃত্তপিন্ড পাঁজর ! যুদ্ধ মানে-নববধূর শরীরে বিধবা রং শাড়ি যুদ্ধ মানে- বুভুক্ষ মানুষ পথে পড়ে থাকে মরি ! যুদ্ধ মানে -আঁতুর প্রজম্ম সীষা বারুদের ভারী বাতাস যুদ্ধ মানে-দুর্বল চিত্তে সবল রাহুর হিংস্র ত্রাস ! যুদ্ধ মানে -লাল কমল আর চির হরিতের ধ্বংস স্তুপ যুদ্ধ মানে -বোমা বৃষ্টি লাখো শহীদের বিভ্ত্স শব ! যুদ্ধ মানে - যুদ্ধ বাজের জারজ সন্তান তাই, যুদ্ধ চায় না পৃথিবী ; শান্তি চায়, সুধী !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.