আমাদের কথা খুঁজে নিন

   

অচেনা শহরের সরাইখানা



আজো নিদ্রাহীন কাটে রাত অচেনা শহরের সরাইখানায় যখন শহর কেষে ঘুমিয়ে পড়ে জ্বলে উঠে শহরের কপালজুড়ে মর্মরিত চোখ শীতল হাওয়া এসে আচড়ে পড়ে হলুদ ল্যাম্পোষ্টের দেহে রক্ত কণিকায় জাগে আর্তনাদ মনে পড়ে আমার ছুরিবিদ্ধ দেহ শায়িত রেখে কিভাবে হেসেছিলে তুমি কত দ্রুত পাড়ি দিয়ে যাও সময় সবুজ রক্তের প্রসবণ খুজে পাবেনা তোমার হদিস এরপর কত ঝড় তোমাদের কাহিনী ভূলে গেছি শহর থেকে শহরের পথে পথে মুসাফির জীবন -তবুও তোমার সেই হাসি ঘুমোতে দেবেনা আমায় অচেনা শহরের সরাইখানায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।