আমাদের কথা খুঁজে নিন

   

রায় হইব দ্রুত, মাগার বাস্তবায়ন করার ঝক্কি নাই। এইডারে কয় এক ঢিলে দুই পাখী শিকার।

http://www.facebook.com/Kobitar.Khata বুদ্ধি কইরা এমনডারে ফাঁসির হুকুম দেওন হইছে যারে ফাঁসি দেওয়াই সম্ভবনা। এতে এক ঢ়িলে দুই পাখি মরছে। যুদ্ধাপরাধের বিচারের রায়ও অবশেষে দেয়া গেল আবার দড়িতে ঝুলাইয়া ছাগুদের হাঙ্গামা থেকেও বাঁচা গেল। সরকার ভাল কইরাই জানে বড় বড় রাজাকার যেইগুলানরে ধরছে এইগুলানরে ফাঁসি দিলে ছোট হোক আর বড় হোক একটা হুলুস্থুল ছাগুর বাচ্ছারা করবেই। সেই ভয়ে এমনডারে ফাঁসির আদেশ দিছে যাতে ''ধরিব মাছ, না ছুঁইব পানি।

'' বাচ্ছু রাজাকারের বিচার শুরু হইছে মনে হয় সবার শেষে, রায় হইছে সবার আগে। কেন? ফাঁসির আদেশ দিয়াও ঝুলানোর হাঙ্গামায় যাতে যাইতে না হয় এ কারণে? আমার তো এইডাই মনে হয়। আবার আমার সন্দেহ হইতাছে এইডাও যে, বাচ্ছু রাজাকারকে সরকারই পালানোর সুযোগ কইরা দিছে যাতে একটা রায় দ্রুত দেয়া যায় কিন্তু বাস্তবায়ন করা লাগবে না। এতে কইরা সরকারের ‘নির্বাচনী ওয়াদা’’ কিঞ্চিত রক্ষা হয়। সরকারের মেয়াদ শেষ দিকে।

তার এখন বলতে পারবে ‘মোরা হেন করেঙ্গা, তেন করেঙ্গা, বাচ্ছু রাজাকারের বাল ছিয়েঙ্গা’। সরকারের সহযোগীতা না থাকলে এই যুগে একটা জলজ্যান্ত লোক কেমন কইরা দেশ থেইক্কা ভাগে? এতগুলো কাঁটাতারের বেড়া আর সীমান্তরক্ষীদের বন্দুকের নল ফাঁকি দিয়ে অন্য একটা দেশকে টপকাইয়া হাজার মাইল দূরে যাওয়া এত সোজা? যুদ্ধাপরাদের বিচারও হইতাছে, তামাশাও হইতাছে। অদ্ভুত স্বদেশ আমার।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।