আমাদের কথা খুঁজে নিন

   

শেখ টাইটেল ছেড়ে নিজেই লিজেন্ড হবার পথে হাসিনা

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

শেখ হাসিনা - ইউ মাদার, স্যালুট জানাই। এই ম্যাড়ম্যাড়ে দেশের কুপমন্ডুপ সরকার আজ সোয়াদে দাত খিলান করে, আর গোস্তের টুকরো জিহবার তালুতে তুলে থুথুর সাথে ফেলে দিয়ে বলে, পচে গেছে রাজনীতি! বিএনপি জোটের ক্ষেতিবাড়ী হয়ে ওঠা দূর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে অনমনীয় আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশে নতুন দীগন্তের সূচনা করেছে। হাসিনা এখন দেশের রুখে দাড়াবার নাম, দীগন্তে একটা জ্বলজ্বলে ভরসার সূর্য্য! অথচ কেয়ারটেকার সরকার তার দেশে ফেরা প্রতিহত করতে চাচ্ছে। যার রক্তে বাঙালির পুনর্জাগরণ লেখা, যার কন্ঠে বাঙালির সাহসী উচ্চারণ তার সাথে প্রতিটি বাঙালী আছে। শেখ হাসিনাকে দেশে প্রবেশ না করতে দিলে বাঙালীর রক্ত টগবগ করে ফুটতে থাকবে, এ এক অন্য রকম বন্ধন - কোন শক্তি শেখ হাসিনাকে রুখতে পারবে না। শেখ হাসিনা - ইউ আর মাই মাদার! যেকোন মূল্যে দেশে আসুন। কাপুরুষেরা পালাবে, কিন্তু আপনি থাকবেন, আপনাকে থাকতেই হবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।