আমাদের কথা খুঁজে নিন

   

= সতর্ক সংকেত

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

অলৌকিক বাহনে চড়ে যখন ঈসা রওয়ানা হলেন আকাশের পথে জগৎ স্রষ্টার আদেশে ও কৌশলে, তখন নাসারারা এক ব্যক্তিকে শূলে চড়াল। এক ব্যক্তিকে হত্যার সম্মিলিত সিদ্ধান্তে কুরাইশ যুবকেরা যখন রাত্রিভর পাহারায় চোখে ধুল ছুঁড়ে তখন মুহাম্মাদ বিশ্রামে, সওরের গুহায় প্রাক-হিজরতে তন্দ্রালু আরামে। আসে ইসলাম জগতের বুকে অনির্বাণ আলো নিয়ে আল্লাহ্ বলেনঃ "নেয়ামত আমি দিলাম পূর্ণ করে", এক প্রজন্ম শুরু থেকে নিয়ে শেষ অবধি আচারী জীবনের সাথে মিলিয়ে গেলেন জীবনের পদ্ধতি। মূসা, ঈসা, মুহাম্মাদ নেই ইহলোকী বিচরণে পরম্পরার অম্লান বাণী হাদীস-কুরআন জুড়ে, রঙহীন পাপী; অতিরঞ্জনও নয়, মধ্যপন্থী পথ দৃঢ়পদতায় নিয়েছ কালেমা-শপথ। দিনের আলোক ঝাপসা এখন চারদিক ধোঁয়াশা কবরে-খাদেমে সারা নিশি চলে গোপনীয় কানাকানি, কলে ও কলবে সংযোগ পেতে একতারা ঝলকানি তন্ত্রীর কপালে পীর লেখা দেখে পদ-শিরে মাখামাখি। অর্ধ প্রহরে উনুনে ডেকচি ডাকাতির ধনে জনে ঈমান ডাকাতি, হৃদয় ডাকাতি; অবশেষে কড়ি পড়ে, নিশুতি রাতের ভাগাভাগি দেখে মূর্দা উঠেন হেসে গাঁজীয় ঘোরেতে বেঘোর তখন যিন্দা চোখের মণি। সত্যপন্থী শক্তির অভাবে দিন গোণে মাহদীর শক্তি পূরুত স্বার্থ পূজারী ঈমানের বলী দিয়ে, শির্কী কড়াইয়ে কুফরের তেলে ভাজিছ হে 'বিশ্বাস' বোরাক ছাড়াই ঈমান তোমার চলেছে ঊর্ধ্বাকাশে। ১৭.০৪.২০০৭ মদীনা মুনওয়ারা, সৌদি আরব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।