আমাদের কথা খুঁজে নিন

   

= আড়াল

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

সবুজ তোমার আড়ালে জানিও শ্যামলিমা বয়ে হলদে রূপ, হলদি যুবা সে প্রহরের টানে ফিকে ছাই শেষে বিধূর ধুপ। ঝলমলে রাতি দিবস বিদায়ে পাংসে শিখার লাল মেলায়, রজনী দীপ্ত রূপালী হেলাল পালিয়ে বেড়ায় ভোর বেলায়। নদী তুমি যত উত্তাল বও বুকের গভীরে লুকিয়ে চর, কালো পর্বতে জলকণা সাজে বাতাসের দেশে মেঘের ঘর। মানুষ তুমিও হও যত বড় শক্তি পাগল বীর নেহাৎ, জানিও তোমারে ল'য়ে খেলিতেছে ভুবন পালের শক্ত হাত। ০২.০১.২০০১ রয়েল কমিশন, ইয়ানবো, সৌদি আরব। ছবিঃ সংগৃহীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।