আমাদের কথা খুঁজে নিন

   

সাত মণ ঘি ও বিসিবির নাফিস নৃত্য?

জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...

ইস্! এমন অসহায় বাংলাদেশকে দেখতে হলো। তা আবার আয়ারল্যান্ডের মতো অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে। বিশ্বকাপের আটটি ম্যাচ শেষ হলো। ধারাবাহিকভাবে এই ম্যাচ গুলোতে ফ্লপ মারা শাহরিয়ার নাফিস গতকাল সুযোগ পেয়েছেন মাঠে নামার! তাকে খেলানোর পিছনে নির্বাচকদের অদ্ভুদ যুক্তি! নাফিস ঠিকঠাক খেললে বড় সড় একটা ইনিংস খেলে। দিনের পর দিন চলে যায় কিন্তু নির্বাচকদের প্রতীক্ষা শেষ হয় না, নাফিসের সেই বড় ইনিংস খেলা হয়ে উঠে না।

অনেকটা বলা যায় সাত মণ ঘি একসাথে হয় না, রাধা নাচেন না। কিন্তু সেই নৃত্য দেখার জন্য তো আর অন্যদলগুলো বসে থাকবে না। সুতরাং এমন একটা পরাজয় মেনে নিতে হয় বাংলাদেশকে। অথচ ফমে থাকা জাবেদ উমর কিংবা অয়ানডে স্পেশালিস্ট রাজিন সালেহ্‌দের বসে থাকতে হয় সাইড ব্রেঞ্চে। ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর শিক্ষা হয়া উচিত ছিলো কতৃপক্ষের।

তাদের এমন পক্ষপাতদুষ্ট আচরণের কারণে আজ আয়ারল্যান্ডের কাছে হারতে হলো বাংলাদেশকে। যদি'অ ফ্লপ নাফিসের পক্ষে নির্বাচকরা `খেললে বড় ইনিংস পাবো'- টাইপ যুক্তি দেখিয়েছেন। কিন্তু এখন পাোয়া যাচ্ছে অন্য তথ্য। নাফিস আর প্রধান নির্বাচক ফারুক নাকি সম্পকর্ে মামা-ভাগ্নে। সুতরাং এবার বুঝে নিন ফ্লপ করেো একের পর এক ম্যাচে সুযোগ পাোয়ার রহস্য!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।