আমাদের কথা খুঁজে নিন

   

কেন ইউনিকোড?

ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।



অনেকে হয়ত স্যাটায়ার হিসেবে লেখা আমার আগের পোস্টকে ইউনিকোডের ব্যাপারে আমার বিরক্তি হিসেবে ধরে নিয়েছেন। তাই ইউনিকোডের যেসমস্ত উপকারিতা আছে সেগুলো তুলে ধরি: ১। সার্চ করার সুবিধা। ইউনিকোডে থাকলে সার্চ করতে ভীষন সুবিধা হয়। কেননা তখন পৃথিবী যেকোন সার্চ ইঞ্জিন যে কোন ভাবে সেটা খুঁজে বের করতে পারে।

শুধুমাত্র সামহোয়্যার ইনের সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করতে হয় না। ২। যে কোন দেশের যে কোন ইউনিকোড কম্প্যাটিবল কম্পিউটারে বসে বাংলা দেখতে পাবেন যে কোন কেউ। তাই যে কোন যায়গায় গিয়ে ঠাস করে বাংলা ব্যবহার করা সুবিধা হবে। ৩।

ই-মেইলে, যে কোন ডকুমেন্টে সহজে বাংলা ব্যাবহার করা যাবে। মনে করেন আপনি ফটোশপে বাংলা লিখতে চান। ফটোশপ নিশ্চয়ই আপনার জন্য তাদের সিস্টেমে বিজয় ঢোকাবে না। কিন্তু ইউনিকোডের সুবিধা ব্যবহার করে আপনি এখানে এটাকে সহজেই ব্যবহার করতে পারবেন। ৪।

যেহেতু বাংলা ইংরেজী এবং অন্যান্য ভাষা মিশিয়ে ব্যবহার করা যায় তাই আপনি সহজে একে বিভিন্ন প্রোগ্রামে অর্ন্তভুক্ত অবস্থায় দেখতে পাবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।