আমাদের কথা খুঁজে নিন

   

মাএ দুইশত কুড়িটা শাড়ী:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

মাথাটা ঝিমঝিম করছে। ২২০টা ত্রাণের শাড়ী দিয়ে কি করতেন ব্যারিস্টার মওদুদ? বউ লন্ডনে। মেয়ে লন্ডনে। না, খারাপ কিছু না। দিতেন।

গরীবের জিনিস গরীবরেই দিতেন। তিনি নিশ্চয়ই শাড়ী পড়ে চোখে ধুলি দিয়ে পালাবার ধান্ধা করেননি। শাড়ী পড়ায়ে বলতেন না, এইবার তোমার হালখাতা খুললাম। কিন্তু মানুষের মুখে কয়টা হাত চাপা দিয়ে বন্ধ করবেন? লোকজন কানাঘুষা করে। এই কথা সেই কথা বলে।

এই বয়সে রঙিন শাড়ী মাথায় ভীমরতি জাগায়? কে জানে? মরার দেশে সম্মানী লোকরা ইজ্জত সম্মান খুইয়ে নেংগা হয়ে বসে থাকবে। মানী লোকের ইজ্জতের উপর ইজ্জত দিয়া বেইজ্জতী!!! কল্পনায় আসেনি যে, ত্রাণের শাড়ী নিয়ে এই কেলেংকারী হবে? এই মুখ গরীব মানুষের কাছে নিবা কেম্নে? একদম দেশবাসীর কাছে উদাম কইরা দিল রে? একটা পুরান কম্বল নিয়া মওদুদের লগে দেখা কইরা আসো মনা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।