আমাদের কথা খুঁজে নিন

   

কাবা ঘরে আধুনিকতার অনুপ্রবেশ, ঐতিহ্য হারানোর শঙ্কা

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ

কাবা ঘরকে ঘিরে এখন আধুনিকতার আগ্রাসন। এরই সঙ্গে সেখানে অনুপ্রবেশ করেছে বাণিজ্যের। হাজিদের জন্য নির্মাণ করা হচ্ছে ফাইভ স্টার হোটেল, বিলাসবহুল মোটেল। প্রখর রোদে কাবা প্রদেিণর আর কোনো সুযোগই হয়তো থাকবে না_ দালানের ছায়ায় আবার আত্দশুদ্ধির সুযোগ না হারিয়ে যায়। শঙ্কায় আছেন অনেকেই।

বিলাসিতার সুযোগে হজের আধ্যাত্দিকতা নষ্ট হবে কি না_ এ প্রশ্নও তুলছেন মুসলিম চিন্তাবিদরা। বিন লাদেন গ্রুপসহ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাবা ঘরের মাইলখানেক দুরে বহুতল ভবন নির্মাণের কাজ শুরু করেছে। গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় ধর্মীয় নেতাদের আপত্তি উপো করে সরকার এ নির্মাণ কাজের অনুমতি দিয়েছে। এ ছাড়াও মক্কায় গড়ে উঠছে আধুনিক শপিং মল। দূর থেকে এক নজরে গোটা কাবা ঘরকে দেখা যাবে_ এমন একটি বিশাল কমপ্লেক্সও নির্মাণ করা হচ্ছে।

মুসলিম জাতির তীর্থভূমি এ মক্কার ঐতিহ্য এখন হুমকির মুখে। কালক্রমে বিশ্বব্যাপী ইসলামের বিস্তারের সঙ্গে সঙ্গে এটিও একটি ধর্মীয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়। ধর্মীয় সংস্কার থেকে বেরিয়ে এসে পর্যটন শিল্প আরো বিকশিত করতে চাইছে সৌদি সরকার। সে দেশের জিডিপির 8 শতাংশ আসে এই ধর্মীয় পর্যটন খাত থেকে। এ শিল্পের কারণে কর্মসংস্থান ও ব্যবসাবাণিজ্যেরও প্রসার ঘটেছে।

এদিকে, লোহিত সাগর তীরবর্তী কয়েকটি সিবিচে বিদেশীদের জন্য সূর্যস্নানেরও অনুমতি দিয়েছে সৌদি আরব। পর্যটক টানতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এ ব্যাপারেও আপত্তি জানিয়েছেন ইসলামি চিন্তাবিদরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।