আমাদের কথা খুঁজে নিন

   

১০ ইঞ্চি ট্যাব আনছে নকিয়া

উইন্ডোজ আরটি-নির্ভর ১০.১ ইঞ্চি মাপের একটি ট্যাবলেট কম্পিউটার বাজারে আনতে পারে নকিয়া। সম্প্রতি নতুন এ ট্যাবলেটের ছবি উইনসুপারসাইট ডটকম নামের একটি সাইটে ফাঁস হয়েছে।
অক্টোবর মাস নাগাদ নকিয়া উইন্ডোজনির্ভর ১০.১ ইঞ্চি মাপের এইচডি ডিসপ্লেযুক্ত এ ট্যাবলেটের ঘোষণা দিতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নকিয়ার ট্যাবলেটের কোডনাম হলো ‘সিরিয়াস’। এতে থাকবে কোয়াড কোরের কোয়ালকম প্রসেসর এবং ৬ দশমিক ৭ মেগাপিক্সেলের ক্যামেরা।
অবশ্য ট্যাবলেট প্রসঙ্গে নকিয়া কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
এদিকে এরই মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে, নকিয়া তাদের মোবাইল ফোন ইউনিট বিক্রি করে দিচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাণ প্রতিষ্ঠান মাইক্রোসফটের কাছে। গত বছর ‘সারফেস’ ব্র্যান্ডের ট্যাবলেট বাজারে এনেছে মাইক্রোসফট। বাজারবিশ্লেষকেরা ধারণা করছেন, নকিয়ার ট্যাবলেট বাজারে এলে সারফেস ট্যাবের ব্যবসায় কোনো ক্ষতি হবে কি না, তা বিবেচনা করবে মাইক্রোসফট।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।