আমাদের কথা খুঁজে নিন

   

হিম হিম সন্ধা

ঈদের বাসি মুবারক :)

সেদিন ছিল বৃহসপতিবার, শুক্রবারের ডেড লাইনের জন্য প্রচুর চাপে ছিলাম । ত 3টার মধ্যেই আমার কাজ গুলো শেষ হয়ে যায়.. ভাব ছিলাম কি কার যায় কারন আরেক টা পার্ট আরেক ডেভলোপার করছে আমার অনুমান ছিল ওনার ড্যলিভারি পেতে রাত 8 টার বেশী হবে. তবে যাই হক এই ফাকে কোথাও থেকে ঘুরে আসা টাই ভালো ... ত যেই কথা সেই কাজ, আমার বন্ধু ইমন কে করলাম একটা কল.. শ**া দেখি ঘুমাইয়া আছে... ত কিছু সময় পর ও জানাল ওর ও ঘুরার ইচ্ছা আছে ... 4টার মধ্যে চলে এলাম ফারমগেইট ... তার পর ধানমন্ডি ... আমি একটু ব্যাংক থেকে ডু মারলাম ... তারপর কই যাই কই যাই করতে করতে ডুকে পরলাম রেইনব সোপে .. এদের কয়েকটা জিনিস আছে যা না খেলে জীবনটাই বৃথা ... জাগ্গা আমার দুই জন শুরু করলাম খাওয়া দাওয়া আর গল্প .... ত শেষ হল 7 টার দিকে এর মধ্যে আমি খেলাম ফালুদা, ঠান্ডা কফি, আইস্ক্রীম .. আমারা কয়েকটা আইডিয়া আর ত্বত্ত বের করলাম .. ওই প্রশংগে না যাওাই ভালো ... তার পর ঐখান থেকে গেলাম ধানমন্ডি বিডি আর দরবার হলেল কাছে ... কোন পরীকল্পনা ছিলনা ... ত হঠাত ঠিক করলাম পিজ্জা খাব .. দেরি না করে দুই জন মিলে রওনা হলাম শরমাহ হাউসে, খেলাম ব্যাশ আয়েশ করে .. করন মিস্টি জিনিস খেয়ে মথাটা এবং মুখটা ব্যাস খারাপ হয়ে ছিল ... জাল জিানস যেন ব্যহেশতের খাবার মনে হচ্ছিল ... যাই হক ... শেষে কাটা বন থেকে রিক্সা নিয়ে কমালাপুর, কবি জসিম উদ্দিন রোড এ এলাম ... ত আসার পথে চাদ ছাড়া আকাশটার দিকে চেয়ে থেকে কিছু হেভি মেটাল টাইপের খান শুনতে খারাপই লাগছিলনা ... যদি ও খুজছিলাম, অরনবের "চাদ নেমে আশে...." গানটা ... জাগ্গা ... একটা মনে রাখার মত সময় ছিল.. (আমার এই পোস্টা, আমার মন খারাপ করা দিন গুলোতে মনে করিয়ে দিবে....)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।