আমাদের কথা খুঁজে নিন

   

মন খারাপ হইলে ঘুইরা আসেনগে ভৈরব বাজার



ঢাকায় হঠাৎ যাদের মন খারাপ হয়ে যায়। হঠাৎ করে যাদের মনে হয় নিরুদ্দেশে যাত্রা করবেন। তারা ইচ্ছে করলে কমলাপুরে গিয়ে যেকোনো ট্রেনে উইটা পড়তে পারেন। নরসিংদী রেল জংশনের পরই ভৈরব বাজার জংশন। বিকেলে নরোম আলোয় ভৈরব ব্রিজের ওপর দাড়াইলে যে কারো মন ভাল হয়ে যাবে।

ভৈরব ব্রিজে হাটতে থাকলে নিজের অজান্তেই আপনি পৌছে যাবেন আশুগঞ্জ। এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা। আশুগঞ্জ বি-বাড়িয়ার উপজেলা হলেও বি-বাড়িয়াকে সবকিছুতে ছাড়িয়ে গেছে। আর ভৈরব নদীটা সব সময় টইটুম্বুর থাকে ইচ্ছে করলে একঘন্টার জন্য একটা ছিপা নৌকা ভাড়া কইরা এপার ওপার করতে পারেন। যদিও ভৈরব বাজার টা বেশ ঐতিহাসিক বাজার বলা যায়।

তবুও খুব ঘিঞ্জি। তবুও হাটতে পারেন অলিগলিতে। অচেনা শহরের অলিগলিতে হাটার মজা একমাত্র সেই জানে যে হাটে। সুতরাং... যাদের হঠাৎ মন খারাপ হয়ে যায় । লেটস মুভ....


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।