আমাদের কথা খুঁজে নিন

   

Still Crazy

তবুও জীবন যাচ্ছে কেটে জীবনের নিয়মে।

আকাশ পরিষকার দেখে বাইক নিয়ে বের হয়ে দেখি তাপমাত্রা 2 ডিগ্রি। কষ্ট করে ট্রেন স্টেশন পর্যন্ত আসতে হলো। কি যে ঠান্ডা । শুক্রবার থেকে টানা 4দিন ছুটি।

অফিসের মোটামুটি অর্ধেক পাবলিক এখন ছুটিতে। পুরো ফ্লাটে 2/3 জন। সেক্রেটারী বসে ঝিমুচ্ছে। বস ছুটিতে। আমার বসের ও মন উড়ু উড়ু।

আর একদিন পরেই টানা ছুটি। প্রায় সময় আমরা দুজন দরজা বন্ধ করে গান শুনি। মাঝে মাঝে ম্যানেজার এসে আমাদের অবসহা দেখে মুচকি হেসে চলে যায়। Who cares আজকে বস আর আমি অফিসে পুরো একটা মুভি দেখলাম। বেশ মজার মুভি।

নাম " Still Crazy"। অনেক পুরনো মুভি। বস আমার থেকে ও এক চামচ বেশি পাগলা টাইপের। আমাদের আলোচনা ধর্ম থেকে শুরু করে ফ্যামেলি,গান,ফিল্ম,পর্নমুভি। একজন মানুষের যে কতোগুলো গুন থাকতে পারে আমার বসকে দেখে আমি অবাক হয়ে যাই (ঐ গল্প আরেকদিন)।

ব্লগে এখন আবার ইসলাম নিয়ে কাদা ছুড়াছুড়ি শুরু হয়েছে। চোরের কোন একটি বইয়ের মুখ বন্ধনি নিয়ে আলোচনা শুরু। ধীরে ধীরে সেই আলোচনা হাদিসের বিশুদ্ধতা নিয়ে প্রশ্নউঠেছে। আমরা এখানে সবাই অনেক বড় বড় মুহাদ্দিস। তর্কে তর্কে ব্লগে বন্যা।

তর্ক করার আগে নিজেকে প্রশ্ন করা উচিত আমি কি সত্যিকারের ধার্মিক। মুখে বলবো আমি ধর্ম মানি আবার কাজে কর্মে ধর্ম যা বলে তার বিপরিত। হাদিস না হয় মানলাম না কিন্তু কুরআন যা বলেছে সেটা কি আমি পালন মানি? Crazy guys। আমার মনে হয় এখানে লোকজন শুধু তর্কের খাতিরে তর্ক করে। কাউকে কিভাবে পচানো যায় এই ধান্ধা।

জেনে না জানার ভান করা (গালি)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।