আমাদের কথা খুঁজে নিন

   

। । 'অপর বাস্তব' :: বাস্তব হলো অত:পর । ।

এ ব্লগে আর কোন মৌলিক লেখার দরকার নেই, যেহেতু আমি আমার নিকৃষ্টতম লেখার স্বত্ব ও কাউকে দিতে রাজী নই

অপেক্ষা করছিলাম মাস দুয়েক ধরে । এক বন্ধু গিয়েছিলো দেশে । 'অপর বাস্তব' এবং আরো কিছু বই পত্র আসবে তার সাথে । বেচারা বন্ধু গিয়েছিলো বিয়ে করতে । তাই ফেরার কথা অনেক আগে হলে ও ফিরে আসা নিয়ে এটা সেটা টাল বাহানা ।

এদিকে আমার মেজাজ খারাপ হচ্ছে ক্রমশ: । 'ব্যাটা আমরা যেনো আর বিয়ে করিনি, আর যেনো করবোনা... ' যাহোক পেয়ে গেলাম অবশেষে । এর আগে 'অপর বাস্তব' এর রিভিউ জেনেছিলাম । অনেক সমালোচনা । সসংকোচে বলি, সমালোচকদের দলে আমি ও ছিলাম ।

এবার বলি, বাস্তবিকভাবে হাতে পেয়ে কেমন লাগলো ? [গাঢ়] ভালো লাগলো, বেশ ভালো লাগলো অপর বাস্তব [/গাঢ়] কেনো? বলি একে একে । 1। প্রচ্ছদ টা চমৎকার । 2। ঝকঝকে ছাপা ।

3। বানান ভুল বেশ কম । 4। বেশীর ভাগ লেখা ড:ইউনুসকে নিয়ে এসেছে, এটা শুনে যে বিরক্তি এসেছিলো হাতে পেয়ে দেখলাম তেমন কিছু নয় । হ্যাঁ, লেখার সংখ্যায় ইউনুস আধিক্য থাকলে ও ওটা পুরো বই গিলে খায়নি ।

তবে এতোটা ও জরুরী ছিলোনা । 5। প্রত্যেকটা লেখার সাথে মন্তব্য ও প্রতিমন্তব্য গুলো বেশ মানিয়েছে । যদি ও কোন কোনটার সাথে প্রাসংগিক তথ্যসুত্র/রেফারেন্স গুলো আসেনি, যেমন ছিলো মুল পোষ্টে । কনফুসিয়াস এর একটা লেখা এসেছে , কিন্তু লেখার মন্তব্য আসেনি ।

6। 'অপর বাস্তব' এ সাহিত্য আসেনি বলে যে উষ্মা ছিলো, সেটা মুছে গেছে । হাতে পাওয়ার পর মনে হলো, সিদ্ধান্তটা ভালো হয়েছে । বিষয়ভিত্তিক আলোচনা গুলোর সাথে গল্প কবিতার মিশেল হলে ওটা খিচুড়ি হয়ে যেতো । ভালো লাগার আরো দুটো প্রবল সম্ভাবনা আছে ।

1। আমার নিজের লেখা ওখানে আছে । 2। সম্পাদকগনের সাথে ভাচুয়ার্লি এবং রিয়েলি, আমর একটা সু-সম্পর্ক আছে । ও হ্যাঁ, আরেকটা ব্যপার উল্লেখ করা যেতে পারে, ব্লগিং বিষয়ের সাথে অপরিচিত পাঠকের হোঁচট খাওয়ার সমুহ সম্ভাবনা ।

এটা অবশ্যই 'অপর বাস্তব' এর সমস্যা নয় । পাঠকের প্রস্তুত হবার ব্যপার আছে । বাংলা প্রকাশনার জগতে নতুন ধারার সুচনা হলো 'অপর বাস্তব' কে ঘিরে । অভিনন্দন 'টিম অপরবাস্তব'


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।