আমাদের কথা খুঁজে নিন

   

খ্যাপ বা আক্ষেপ

ই চ্ছে খা তা

কিছু আঁকাআঁকি করতে পারার সুবাদেই বেশ কয়েকটা বিয়ে, গায়েহলুদে আলপনা করার খ্যাপ বা আক্ষেপের অভিঞগতা হয়েছে। খ্যাপ হলো যে কাজ করে টাকা পাওয়া যায়, আর, বলা বাহুল্য ,আক্ষেপ হলো তার উলটোটা। যাইহোক, আমি যতবার যে মেয়ের বিয়েতে বা গায়েহলুদেই কাজে গিয়েছি,একটা জায়গায় মোটামুটি একটা মিল পেয়েছি। তা হলো বিয়ের কণে। না, না, সবখানে একই রকম মেয়ের কথা বলছি না। মিলটা হলো অধিকাংশ ক্ষেত্রেই গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়ে কণের প্রেমে পড়েছি। লাল, হলুদ রং মেখে কিম্ভুত চেহারার আমি মুগ্ধ চোখে সাধারন সাজের অপূর্ব সুন্দর কণের প্রেমে পড়েছি প্রায় প্রতিবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।