আমাদের কথা খুঁজে নিন

   

আনোয়ার-বুলুর মুক্তির জন্য স্পিকারের পদক্ষেপ কামনা

বৃহস্পতিবার দুপুরে বিএনপি সংসদ সদ্যদের একটি প্রতিনিধি দল চিঠি নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ বিষয়ে সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দুজন জ্যেষ্ঠ সাংসদ কারাগারে আছেন। আমরা তাদের মুক্তির ব্যাপারে স্পিকারের হস্তক্ষেপ চেয়েছি।” আগামী ৩ জুন শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের আগেই তাদের মুক্তির জন্য পদক্ষেপ নিতে স্পিকারকে অনুরোধ জানানো হয়েছে, যাতে তারা একসঙ্গে সংসদে যোগ দিতে পারেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন বলে স্পিকার প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন বলে জানান অন্য সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি এবং মানহানির একটি মামলায় গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে পাঠায় আদালত। এর আগে ১৫ মে নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুকে গ্রেপ্তার করে পুলিশ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।