আমাদের কথা খুঁজে নিন

   

কঠিন বিপদে পড়েছি ..... পেন ড্রাইভ ফরম্যাট দিতে গিয়ে ডাটা ড্রাইভ (১৩৭ গিগা) ফরমেট কমান্ড দিয়ে ফেলেসি

বাধা মানিনা

কঠিন বিপদে পড়েছি ..... পেন ড্রাইভ ফরম্যাট দিতে গিয়ে ডাটা ড্রাইভ (১৩৭ গিগা) ফরমেট কমান্ড দিয়ে ফেলেসি। তারাতারিই আবার সেই কমান্ড বাতিলও করসি কিন্তু এখন ঐ ড্রাইভে আর ঢুকতে পারছি না। সমস্ত ফাইল, রেকর্ড ইত্যাদী রাখা আছে। কি করে ড্রাইভে ঢুকবো সামাধান দেন ভাই/বন্ধুরা। বিপদ থেকে উদ্ধার করেন.... একজন বুদ্ধি দিল ফরম্যাট দিয়ে পরে ডাটা রিকভারী সফট ইউস করলেই ডাটা পাওয়া যাবে।

এখন তার কথামত ফরম্যাট দিয়ে ফেলেছি। এখন ডিস্ক শুন্য দেখাচ্ছে। কয়েক রকম ডাটা রিকভারী সফট ইউস করেছিলাম। কোন ফাইল ই খুজে পাচ্ছে না। ভাই, আমার সমস্ত ডাটা, রেকর্ড।

আমার চাকরী চলে যাবে নিশ্চিত। কেউ একটু সহযোগীতা করেন আমাকে ডাটা উদ্ধার করে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.