আমাদের কথা খুঁজে নিন

   

হৃদ মাঝারে রাখবো

ইহা একটি ব্লগবস্তু যা সম্ভাবনায় নীল কালির মতো অপেক্ষা করে আমাদের মগজ দোয়াতে

হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না ক্ষ্যাপা গান গায় ও ভুল শোনে ক্ষ্যাপা গান গায় ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না আর তাই ক্ষ্যাপা গান গায় না না ছেড়ে দেবো না আমার হৃদয়ে রাখবো ছেড়ে দেবো না আসলে কোনো কিছু হৃদয়ে রাখা যায় না কারণ কতিপয় সুনির্বাচিত মাংসপেশী ব্যতীত হৃদয় বলিতে কিছু নাই ও এবম্বিধ যাবতীয় মশকরা শুধুক্ষ্যাপাদিগের মধ্যে দেখা যায় । ফলে, সোনা বা গৌর হৃদয়ে থাকে না শুধু থাকার ভান হলে বোঝা যায় দূরে কোথাও আসর বসেছে রাতভর গান হচ্ছে সুফিয়ানা কালামে ভরে যাচ্ছে কারো কারো মগজের লাল ম্যাগাজিনগুলি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।