আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা উইকিপিডিয়া সিডি প্রকল্প : জনমানুষের জন্য তথ্য ভাণ্ডার

জাদুনগরের কড়চা

!@@!594974 !@@!594975 আজ বিশ্বের সবচেয়ে বড় বাংলা তথ্যভাণ্ডার। এখানে আজ রয়েছে ১৫৪০০ ভুক্তি। কিন্তু বাংলাদেশের গ্রামে গঞ্জের হাজারো, বা লাখো শিশু কিশোরের কাছে সেটা পৌছানো সম্ভব কীভাবে? এই ব্যাপারটা মাথায় ছিলো বেশ কিছু দিন যাবত। বাংলা উইকির নিবন্ধ ছেপে প্রকাশ করাটা আমাদের মতো স্বেচ্ছাসেবীদের পক্ষে সম্ভব না (বাংলাপিডিয়া পারে, কারণ ওরা সরকার থেকে ৬-৭ কোটি টাকা নেয় এর জন্য, আর আমরা স্বেচ্ছাশ্রমে চলি)। তবে আমরা যেটা পারি, তা হলো বাংলা উইকিপিডিয়ার সিডি সংস্করণ বের করা, আর তা শুধু মাত্র সিডির মূল্যে বিতরণ করা।

এই লক্ষ্যকে সামনে নিয়েই শুরু হয়েছে !@@!595065 !@@!595066 !@@!595067 !@@!595068 !@@!595069। আমরা এখন নিবন্ধের তালিকা তৈরী করছি, আনুমানিক ২,০০০ নিবন্ধ স্থান পাবে। কেবল বাংলাদেশ নয়, বরং সারা বিশ্বের সব দেশের উপরে নিবন্ধ থাকবে, বিজ্ঞান থেকে শুরু করে ইতিহাস, ঐতিহ্য সবকিছুরই তথ্য থাকবে। এসওএস শিশু তহবিল এর পক্ষ থেকে ইংরেজি উইকির সিডি সংস্করণ একটা ছাড়া হয়েছিলো গত বছর। আমরা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের মাধ্যমে ইতিমধ্যেই ঐ ইংরেজি উইকিসিডি বিতরণ করছি।

সফটএক্সপো ২০০৭ এ বিডিওএসএন এর স্টলে গেলেই পাবেন, অল্প দামেই দেয়া হবে ওটা। (অবশ্য দাম ঠিক করা নিয়ে আরেক কাহিনী, খুব অল্প দামে দেয়ার প্ল্যান ছিলো, কিন্তু বাঙালি বেশি সস্তায় কিছু পেলে মনে করে ওটা ভুঁয়া, তাই দাম রাখা হয়েছে সিডির দামের একটু বেশি)। আগামী বছরের শুরুর আগেই বাংলা সিডিটাও ছাড়া হবে। হাতের নাগালে এরকম তথ্যভাণ্ডার পাওয়াটা কম কথা নয়। বাংলা ভাষার লিখিত বিশ্বকোষ বানাতে সময় লেগেছিলো বিশ বছরেরও বেশি।

বাংলাপিডিয়ার লেগেছিলো ৫-৬ বছর। আশা করি, বাংলা উইকিপিডিয়ার এই ২০০০ নিবন্ধের সিডিটা আমরা আগামী ৯ মাসেই তৈরী করতে পারবো। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। দিনে ৫টা মিনিট সময় দিন কেবল। সিডি তালিকার নিবন্ধ যেকোনোটি বেছে নিয়ে ইংরেজি উইকিপিডিয়ার তথ্যকে অনুবাদ করে যোগ করে দিন।

এই ৫টা মিনিটের সুফলটা পাবে ভবিষ্যত প্রজন্মই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.