আমাদের কথা খুঁজে নিন

   

আজ দিল্লীতে উৎসব

কিছু ভাবনা এবং বেহুদা প‌্যাঁচাল

আজ দিল্লীতে কি যেন একটা পুজার জোর উৎসব চলছে। জেনেছি অ্যামবেসী থেকে। কারণ আজ সরকারি ছুটি। অ্যাঙ্গোলান আ্যামবেসির সিলভেরা আমাদের শুধু জানিয়েছে। আজ তাদের অফিস ছুটি।

সুতরাং কাল থেকে আবার কাজ শুরু হবে। এদের এই পুজার হালচাল এবং উৎসবের হালহকিকত দেখে কারো কারো আমাদের 10ই মহররমের মাতমের কথা মনে হতে পারে। সেরকমই বুক চাপড়া চাপড়ি, গড়াগড়ি, আর হিন্দীতে মাতম। তবে এদের মিছিলগুলো অনেক সুন্দর। অনেক জমজমাট।

রাস্তায় রাস্তায় মাইক বাজছে। যেমন আমাদের দেশে বঙ্গবন্ধুর মৃতু্য দিবসে বাজে। লোকজন দল বেঁধে সেজেগুজে মন্দিরে যাচ্ছে। ছোকরা-ছুকরিরা এই সুযোগে নিজেদের ঝালাই করে নিচ্ছে। মোড়ে মোড়ে ফ্রি খিচুরি বিতরণ করা হচ্ছে।

বহুত খুব!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।