আমাদের কথা খুঁজে নিন

   

দি গ্রেট সিটি ওয়াল।

উম্মুক্ত দিগন্ত

তুরুস্কের দিয়ারবাকের শহরের প্রাণ কেন্দ্রে আবস্থিত "সিটি ওয়াল" টি দেখার সৌভাগ্য সত্যই চমকপ্রদ অভিজ্ঞতা! শহরটি মূলত প্রায় ২০০০ মিটার একটি পাথুরে পাহাড়ের উপর আবস্থিত। আশ্চর্য হচ্ছে- উপরিভাগটা সমতল। পুরাতন শহর (এচকি শাহির) এবং নতুন শহর (এনি শাহির) দুই ভাগে এটি বিভক্ত। এচকি শাহির'টা ঘিরে রয়েছে ঐতিহাসিক এই "সিটি ওয়াল"। ওয়ালের গা ঘেষে বয়ে গেছে ঐতিহাসিক দিজলা নদী।

১২ মিটার চওড়া এবং ১৩ কিঃ মিঃ এই ওয়ালের রয়েছে ২৮২টি কোন (যা এটিকে প্রায় গোলাকার আকৃতি দিয়েছে)। শহরের ভিতর প্রবেশ করার জন্য রয়েছে ৫টি বড় বড় দরজা। খৃঃপূঃ ৩০০০ সালে এটি নির্মান করা হয়েছিলো বলে জানায়ায়, তবে কে এটি নির্মান করে তা ইতিহাসে পাওয়া যায়নি। খৃষ্টের পর ৩৪৯ সালে এটি মেরামত করা হয়, জানা রোমান বীর আলেক জান্ডার এটি মেরামত করান। এখন ও এটি বহাল তবিয়াতে রয়েছে এবং দায়ারবাকিরের গৌরব হয়ে মাথা তুলে আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।