আমাদের কথা খুঁজে নিন

   

রাজকন্যা, কোথায় তুমি ???

বিষন্ন দিনের, বিষন্ন সময়ের রূপকথা

রাজকন্যা, রাজকন্যা , রাজকন্যা ......... শুনতে পাচ্ছো না বুঝি ? আমি, তোমাকে ডাকছি, আমি - আমি - শুনতে পাচ্ছো ? হা হা হা, কোথায় যে যাও..... সময় করে ডাকলেও পাওয়া যায় না । আবার কবে আমার সময় হবে .... আবার কবে তোমাকে ডাকবো । শুনতে পাচ্ছো, চাঁপাচন্দ্র .....হা হা হা, দেখো - বাইরে কি চমৎকার চাঁদ । কি অপরূপ সুন্দর আলোয় ভরিয়ে তুলেছে পৃথিবী ..... তারায় তারায় আকাশটা ভরে গেছে । সবগুলো তারা আর চাঁদটা কি সুন্দর করে হাসছে ...... দেখো, ভালো করে দেখো - তোমার দিকে তাকিয়েই ত তারা হাসছে ।

। দেখো তাদের এই সহজ হাসি কি সুন্দর করে আমাদের দুঃখগুলো, কষ্টগুলোকে ভুলিয়ে দেয় । রাজকন্যা তুমি কত্ত ভালো ! ! এত ভালো কেনো তুমি ?? আমি বুঝি না । তোমার সকল ভালো আমায় দাও, আমিও ভালো হবো । ।

ফিরে আসবো আবার এই অচেনা পৃথিবীতে, আবার এই অচিন শহরে । তুমি কি অপেক্ষায় থাকবে ......? আমি আসছি খুব শীঘ্রই । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।