আমাদের কথা খুঁজে নিন

   

নীল জলের বোরিং কবিতা-1

কখনো চাই নাই দূরে থাকি...তবু দূরগুলো বারে বারে আসে...

রীতিমতো আমিও ভেসেছি জলে বেগুনি নৌকারা আশেপাশে অলক্ষ্যে থেকেছে হাত বাড়ালেও তাদের নাগাল মেলে নাই সব কেরম দূরত্বে আছে ভেবে ভেসেছি সমূখে যদিও চারদিক জল আর তাই দিকের নিশানা হয় নাই ভূমি ছাড়া ঠিকানার স্বীকৃতি মেলেনা অতএব ঠিকানাহীন বেজেছি ক্রমাগত, বো-রিং! যখন স্বপ্নের মাদকতা ছিলো...জলে ভাসিবার বাসনা আছিলো, এখন বুঝেছি রঙ আবশ্যক হইলেও নীলজল ধ্রূবসত্য নয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।