আমাদের কথা খুঁজে নিন

   

বব উলমার: হত্যা, স্বাভাবিক মৃত্যু নাকি আত্নহত্যা

স্মৃতিচারণ ও এলোমেলো ভাবনা। বেশিরভাগই জগাখিচুড়ি।

পানি কম ঘোলা হচ্ছে না বব উলমারের মৃত্যু নিয়ে। গতকাল রাতে এনডিটিভির রিপোর্টে পুলিশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে পোস্ট মোর্টেমে বব উলমারের ঘাড়ের হাড় ভাঙ্গা অবসহায় পাওয়া গেছে। এজন্যই যাবতীয় সন্দেহের উদ্ভব ঘটেছে।

আজকে সকালের ক্রিকইনফোর রিপোর্টে বলা হয়েছে পাকিস্তানের সমস্ত খেলোয়াড় ও কর্মকতাকতর্াদের হাতের আঙ্গুলের ছাপ নেয়া হয়েছে। এসব রিপোর্ট থেকে সুস্পষ্টভাবে বুঝা যাচ্ছে যে উলমারের মৃতু্য স্বাভাবিক ছিল না। প্রতিভাবান এই কোচের জীবনাবসানের প্রকৃত রহস্যভেদ হোক, এটাই আমাদের কামনা। বাজিকররা এর আগেও অনেকবার ক্রিকেটকে কলুষিত করেছে। তাই তারা যদি উলমারের মৃত্যুর ছক পরিকল্পনা করে থাকে, আমি অন্তত অবাক হব না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।