আমাদের কথা খুঁজে নিন

   

কবি আবিদ আজাদের চলে যাওয়ার দুই বছর

ব্লগের আমি ব্লগের তুমি ব্লগ দিয়ে যায় চেনা

আবিদ আজাদ চলে গেলেন, আজ তার ঠিক দুই বছর পূর্তি। সত্তর দশকের সবচেয়ে উল্লেখযোগ্য কবি তিনি। তাঁর একটি কবিতা ব্লগারদের উদ্দেশে আজ নিবেদন করি। এর চেয়ে ভালো করে আর কীভাবে তাঁকে স্মরণ করতে পারতাম? এই কবিতার চেয়েও উৎকৃষ্ট কবিতা আবিদ লিখেছেন, কিন্তু একমাত্র এটিই এখন আমার হাতের কাছে আছে। ============================================================== আবিদ আজাদ যে শহরে আমি নেই আমি থাকবো না যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে যুদ্ধ শেষের ভাঙা-পোড়ো একটা এয়ারপোর্টের মতো বেঁচে থাকবে তুমি তোমাকে ঘিরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকবে স্কার্ট-পরা বুড়ি বার্মিজ মহিলার মতো ভৌতিক নির্জনতা; তোমাকে ঘিরে সারাক্ষণ ঝুলে থাকবে তছনছ তারের জটিলতা লতাগুল্মময় ক্রেনের কংকাল, জং পড়া লোহালক্কড় আর হিংস্র ঘাসের মধ্যে ধু-ধু করবে তোমার জীবন ভয়ার্ত সব মিলিটারী ভ্যান আর উল্টে থাকা ট্রলির পাশে ক্ষত-বিক্ষত একটা চাঁদ ওঠা রানওয়ের মতো তুমি মুখ লুকিয়ে রাখবে গা ছম-ছম করা জ্যোৎস্নায়। যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে জনহীন কোন পেট্রোল পামপের দেয়াল ঘেঁষে একটা মরা শিউলি গাছের মতো বেঁচে থাকবে তুমি তোমাকে ঘিরে হা-হা করবে নিদাঘ রাত দেখবে পর্যুদস্ত একটা হেলমেটের ফাঁটল দিয়ে মাথা তুলছে একগুচ্ছ সবুজ তৃৃণ শুনবে ধ্বংস্তুপের মধ্যে অর্ধডোবা সূর্যাস্তের মতো আগুনলাগা বিলুপ্তপ্রায় লাউঞ্জ থেকে ভেসে আসছে প্রেত হাসির শব্দ আর তোমাকে ঘিরে নামবে এক জোড়া জনশূন্য বুটের স্তব্ধতা। যে শহরে আমি নেই আমি থাকবো না সে শহরে প্রতিদিন দুর্ঘটনা দিয়ে শুরু হবে তোমার ভোর সকাল সাতটা থেকে অনবরত টেলিফোনে আসতে থাকবে 'সান স্ট্রোকে'র সংবাদ তোমার পাশের সাততলা জান্লা থেকে লাফিয়ে পড়বে কোঁকড়া চুলের যুবক একদিন গলায় খুর চালাতে চালাতে ঘুমিয়ে পড়বেন সেই বুড়ো সবুজ রঙের গলাবন্ধ পরে স্টিক হাতে যিনি মর্নিংওয়াকে বেরুতেন রোজ একটি কিশোরী তার আব্বার রেজর থেকে লুকিয়ে নেবে বে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।