আমাদের কথা খুঁজে নিন

   

ভোর 5টা, 22শে মার্চ 2007



রোজনামচা লেখার চেয়ে মূর্খতা আর কি থাকতে পারে? লিখতে বসে সবার আগে এ কথাটাই মনে এলো। তবে ঝকঝকে পাতা ও জবরদস্ত একটা কলম পেলে কার না লিখতে ইচছা করে? কি লিখব? দুই তিন কথায় পুরো একটা দিনকে কি চিএায়িত করা সম্ভব। বরং এ কথা লেখা যায় আমি এখন গান শুনছি। ভালোবাসার গান-গায়ক গভীর বিষাদ নিয়ে ভালোবাসার গান গাচ্ছে । কেন গাচ্ছে কে জানে। যে পথে হাঁটলেই রক্ত, মাংস, অস্থি, মজ্জা সব কিছু বর্ষার কালচে নীল মেঘের মত, নীল হয়ে উঠে সে পথে পা বাড়ানোর চেয়ে হঠকারিতা আর কী থাকতে পারে? নির্বোধ গায়ককে এ কথা বুঝাই কিভাবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।