আমাদের কথা খুঁজে নিন

   

তা ঠিকই কইচেন

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

সকালে গেছিলাম ক্যাম্পাসে। কাজ শেষ করে লাইব্রেরীর সামনে থেকে রিকশায় উঠছি প্রেসক্লাবে যাবো ব্যক্তিগত একটা কাজে। কিছুদুর যাওয়ার পরই রিকশা চালক আমারে কয়-স্যার একটা কথা জিগামু? কইলাম- জিগাও... স্যার এহানে কি পোলারা-মাইয়ারা একলগে বইয়া ক্লাস করে? আমি হাসি চাপিয়ে গম্ভীর ভঙ্গীতে পালটা জিগাইলাম- সেটাই তো হওয়া উচিত তাই.....না? পড়লেখা আলাদা করবে কেন ? বেচারা আশাহত ভঙ্গীতে কইলো- তা ঠিকই কইচেন.।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।