আমাদের কথা খুঁজে নিন

   

নিশীথরাতের বাদলধারা

আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে, আমার স্বপনলোকে দিশাহারা

আমার নিশীথরাতের বাদলধারা, এসো হে গোপনে আমার স্বপনলোকে দিশাহারা ।। ওগো অন্ধকারের অন্তরধন, দাও ঢেকে মোর পরান মন -- আমি চাই নে তপন, চাই নে তারা ।। যখন সবাই মগন ঘুমের ঘোরে নিয়ো গো, নিয়ো গো, আমার ঘুম নিয়ো গো হরণ করে। একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে-- দিয়ো গো, দিয়ো গো, আমার চোখের জলের দিয়ো সাড়া ।। রবীন্দ্রনাথের কাছে কৃতজ্ঞতার শেষ নেই, আজ আবার প্রণতি জানাচ্ছি তোমায় গুরু। নির্ভুল সুর এবং নোটেশানে অর্ণবের গীটার এবং কি-বোর্ডের আধুনিক কম্পোজিশানে শাহানা বাজপেয়ীর কণ্ঠে গাওয়া এই গানটার wjsK দিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.