আমাদের কথা খুঁজে নিন

   

কোন দেশেতে জন্ম আমার, কোন দেশেতে বাস?

সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার

মাথায় কতো প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই বলে মিথ্যে বাজে বকিস নে আর খবর্দ্দার এমন ধারা ধমক দিলে, কেমন করে শিখবো সব? বলবে সবাই মুর্খ ছেলে, রামছাগল আর গোগর্দভ! কোন দেশেতে জন্ম আমার, কোন দেশেতে বাস? জানতে চাইলেই ক্ষেপেন সবাই, এ কী সর্বনাশ! এমন ধারা ধমক দিলে, কেমন করে শিখবো সব? দুই যুগে যার চোখ ফোটেনি, আমিই কি সেই গোগর্দভ? মুক্তিযোদ্ধা দোস্ত, নাকি দোস্ত রাজাকার, আলবদর কি ধর্মযোদ্ধা, জামাত কর্ণধার? জানতে চাইলে সবাই বলেন, এ কী সর্বনাশ! ধর্ম আমার সবার আগে, বিবেক যতোই নাশ। এমন ধারা ধমক দিলে, কেমন করে শিখবো সব? দুই যুগে যার চোখ ফোটেনি, আমিই কি সেই গোগর্দভ? যে মানুষের নাকটি বড়, চুল কেন তার কালো? যে মানুষের বিবেক বড়, সে মানুষই ভালো? যে বনেতে শেয়াল রাজা, সে বনের কি দোষ? স্বাধীনতা ধর্মদ্রোহী, জেনেই আমি খোশ! কোন বাড়ীতে জন্ম আমার, কোন বাড়ীতে বাস? জানতে চাইলেই ক্ষেপেন সবাই, এ কী সর্বনাশ! এমন ধারা ধমক দিলে, কেমন করে শিখবো সব? দুই যুগে যার চোখ ফোটেনি, আমিই কি সেই গোগর্দভ? (কবির কাছে আমার অকবিত্বের জন্যে ক্ষমাপ্রার্থনাও রইল)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।