আমাদের কথা খুঁজে নিন

   

ঝড় এবং অতঃপর আমি!



মেঘের সাথে সখ্যতা আছে বলে কেউ আমাকে বলে মেঘবালিকা, বৃষ্টি হলেই কথা নেই, ভিজতেই হবে, তাই কেউ বা বলে বৃষ্টিবিলাসী , আর ছোট বড় ঝড়ে আমার সজীব ডাল পালা -গুলো নিস্তেজ হয়ে যায় তাই কেউ বা বলে ঝড়ো বালিকা---! একদিন আকাশের দিকে তাকিয়ে আছি হঠাৎ দেখি কালো মেঘের লুকোচুরি খেলা চলছে, কখনো বা কালো মেঘে ছেয়ে যাচ্ছে আকাশটা , কখনো একটু বা সাদা মেঘের ছায়া- বুঝলাম এ আমার মনের দ্বিধা - দ্বন্দ্ব, যা চলছে বেশ কিছু সময় ধরে --! এবার শুরু হল- হিমেল বাতাস- ঝিরিঝিরি বাতাসের মৃদু মৃদু ছন্দে মন নেচে উঠলো - বুঝলাম মেঘ কেটে যাচ্ছে- এরপর- ই শুরু হল- টুপ-টাপ বৃষ্টি, মানে দ্বিধা কেটে গেছে সময় এসেছে বৃষ্টিতে ভেজার, ঝম ঝম বৃষ্টির মন মাতাল করা ভালবাসায় ভিজে চললাম, হঠাৎ কোথায় যেন একটু বিদ্যুৎ চমকানি দেখলাম, মনের ভুল বলে উড়িয়ে দিলাম, কিন্তু ভুল ভেঙ্গে যেতে দেরি হল না হঠাৎ করেই ঝড়ো হাওয়া বইতে শুরু করলো, সেই সাথে বজ্রপাত, তবুও ঠায় দাঁড়িয়ে ভিজতে চাইলাম কিন্তু একি- এতো বৃষ্টি নয় কেমন যেন নোনা পানির স্বাদ --! তবে কি বৃষ্টির পানি থেমে গেছে...? এ কোন ঝড় ? যার কোন পূর্বাভাস ছিলো না, ছিলো না কোন প্রস্তুতি! ঝড়ের তাণ্ডবলীলায় আমার সজীব ডাল- পালাগুলো ভেঙ্গে যেতে লাগলো আমি শুধু শিকড়টাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলাম এক সময় মনে হল- শিকরও উপড়ে যাচ্ছে কিন্তু এ ভিত্তি তো আমার নিজের, চাইলেই কোন ঝড় এর তাণ্ডবলীলায় আমার ভিত্তি উড়ে যেতে পারে না, জানি ঝড়ের বেহিসেবি তাণ্ডবে আমার ডাল- পালাগুলো ভেঙ্গে গেছে, বজ্রপাতে ঝলসে গেছে কিছু অংশ কিন্তু পারেনি আমার অস্তিত্বকে মুছে ফেলতে, পারেনি আমার ভিত্তি নড়বড়ে করে দিতে- ! শুধু রেখে গেছে কিছু প্রশ্ন- যদি কখনো বৃষ্টিতে আবার ভিজি জানতে চাইবো - সেদিনের সেই ঝড়ের উৎপত্তিস্থল কোথায় ছিলো -------?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।