আমাদের কথা খুঁজে নিন

   

আজ আমি 20 হলাম...................(কুড়ি তে বুড়ি?)

বাংলা প্র্যকটিস করাই হচ্ছে উদ্দেশ্য

আমার সব সময় ধারনা ছিল 20 খুব ম্যচিউর একটা বয়স। কিন্তু এখন যেহেতু আমি নিজেই 20, সেটা আর মনে হচ্ছে না। মনটা একটু খারাপ লাগছে। এতদিনের সাথী, টিন টা আমাকে ছেড়ে চলে গেল । 7 বছরের বন্ধুত্ব ছিল আমার ওর সাথে।

কত চেনজ করে দিয়ে গেল আমাকে এই বন্ধুটা। ছোট বেলায় কত plan করতাম, বড় হয়ে কি করবো। হিজাব পরা শুরু করবো 12 থেকে (সেটা হয়নি, একটু পরেই শুরু করেছি)। আমার বান্ধবীর সাথে গল্প করতাম, শাড়ি পরা শুরু করবো 20 থেকে। মনে হয় আজ রবিবারে কংকা আর তিতলীকে দেখে সখটা হয়েছিল।

এখন সেই সখটা পালটে গেছে। মনে হয় না আমি কখনোই সব সময়ের জন্য শাড়ি পরতে পারবো। আরো কত পল্যন ছিল। নিজের জন্য একটা ইমেজ সেট করে রেখেছিলাম, বড় হয়ে আমি কেমন হব, কি কি গুন থাকবে। কিন্তু এখন মিলিয়ে দেখি, বেশির ভাগি অর্জন করতে পারিনি।

আমার আগে মনে হতো, 20 মনে হয় বিয়ের জন্য পারফেক্ট বয়স। এখন ভাবলে হাসি পায়। "what was I thinking?" কোন মতেই না, এ্যটলিস্ট আমার জন্য না। আরেকটা যেই কারনের জন্য মন খারাপ হচ্ছে। পিচকি গুলা হঠাৎ করে কেন যেন আমার বিয়ে নিয়ে খুব চিন্তা করা শুরু করেছে।

সেদিন হঠাৎ আমার 9 বছরের বোন জিগ্গেস করে বসলো, "আপু, হোয়েন আর ইউ গেটিং ম্যারিড?" আমি তো অবাক। জিগ্গেস করলাম, "তোমার হঠাৎ করে এই প্রশ্ন মাথায় আসলো কেন?" ও বলে, "নো, বিকজ ইউ আর গেটিং ওলড। " আমার এমন হাসি পাচ্ছিল। আবার কষ্ট লাগছিল, আমাকে ওরা এত তাড়াতাড়ি ওলড বানিয়ে দিল? শুধু আমার বোন না। আমার 17 বছরের বোনের বান্ধবীরা বলে ওকে জিগ্গেস করা শুরু করেছে, আমার বিয়ে কখন হচ্ছে।

এক মেয়েতো আন্টিদের সামনে জিগ্গেস করে রিতিমতো অপ্রস্তুত করে ফেলল। কি বলবো বুঝতে পারছিলাম না। একেবারে লাল হয়ে গেলাম। এমনি তেই বাংগালী আন্টিরা সব সময় জোড়া মিলাতে চেষ্টা করে। তার উপর কেন ওদের সামনে বলতে হবে? আবার যা নিয়েই কথা বলতে যাই, কেন যেন মানুষ সেটা ঘুরিয়ে বিয়েতে এনে ফেলে।

লেহেংগা নিয়ে কথা বলছি, লেহেংগা পর না কেন? বলে, তুমি বিয়ে কর, তোমার বিয়ে তে পরবো। আজকে বাইরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল খুব। তারপরি সব শান্ত। সকালে এক বন্ধু ফোন করে ঘুম ভাঙালো উইস করতে। তারপর ইনবক্সে দেখি অনেকগুলা মেইল জমে আছে।

একে একে চেক করলাম সব। আম্মুএইবার আমাকে চারটা বাংলা বই গিফট করেছে। অনেকদিন বাংলা বই কেনা হয়না। জন্মদিনের নাম করে আমি নিজেই চেয়েছিলাম। আজকে বাসায় বসে সেইগুলাই পড়বো।

আজকেই আবার সপ্রিং ব্রেকের শেষ দিন। কাল থেকে আবার ক্লাস শুরু। অথচ কিছুই করা হয়নি। আজকে আমার পুরানো ছবি গুলা দেখছিলাম। ছোট্ট আমি খুব চনচল ছিলাম এক সময়।

সারাক্ষন খেলা ছাড়া কোন কাজই ছিল না। দিনগুলি খুব মিস করি মাঝে মাঝে। কতো রকম অদ্ভুত সপ্ন ছিল তখন। রিয়েলিটির সাথে বেশির ভাগ সপ্নেরি কোন মিল ছিল না। আজকে আবার সেই দিন গুলাতে ফিরে যেতে ইচ্ছা করছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।