আমাদের কথা খুঁজে নিন

   

ঘুম পাড়ানি ছড়াঃ স্বাধীনতার গল্প



গল্পে শোন খোকা খুকি বাংলাদেশের কথা বলছি শোন কেমন করে হলো স্বাধীনতা। গোলাম আযম পিশাচ হয়ে এই বাংলায় এলো সঙ্গী সাথী রাজাকার আর আল বদরকে পেলো। বললো দেশে বাংলা বলে থাকবেনাতো কিচ্ছু তোমরা যারা বাংলা প্রেমি সব গুলো হায় বিচ্ছু। পাকিস্তানের বিরুদ্ধে কেউ কইছো কথা যদি খুন হত্যা ব্যভিচার হায় চলবে নিরবধি। দেশের মানুষ জড়ো হলো শেখ মুজিবের ডাকে তৈরি হলো ভেঙ্গে দিতে পিশাচের হাতটাকে।

7 তারিখে শেখ মুজিবের অগি্নঝরা ডাক সবাই খুশি কেবল শুধু পিশাচেরা রাগ। মুক্তিকামী বাংলা প্রেমি করলো শুরু কাজ দিনে দিনে তৈরি হলো নিলো রণসাজ। 25 তারিখ পিশাচের দল করলো শুরু হত্যা বন্ধ হলো আলোচনা সমঝতার পথটা। বুঝলো যখন হেরেই যাবে ঐ পিশাচের দল করলো শুরু মারা দেশের বুদ্ধিজীবি সকল। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধ হলো শেষ 16 তারিখ বিজয় পেলো মোদের বাংলাদেশ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।