আমাদের কথা খুঁজে নিন

   

আমার "শখ" এর মৃতু্য



প্রত্যেক মানুষেরই তার নিজস্ব জগৎে "শখ" বলে একটি ব্যপার থাকে। "শখ"-এর কোন প্রকারভেদ আছে কিনা আমার জানা নেই। তবে বৈচিত্রময় এ বিশাল জগৎে প্রত্যেক ব্যক্তি স্বত্তারই রয়েছে অদ্ভুত রকমেরর ভিন্নমাত্রার বিভিন্ন "শখ" । "শখ" তার একান্ত ব্যাক্তিগত ব্যপার। আমার "শখ" টাও একটু অন্যরকম ছিল ।

কম্পিউটার ব্যবহার করছি বেশ ছোটবেলা থেকেই তাই এর প্রতি রয়েছে আমার একটি বিশাল টান, আর সেই টান থেকেই "শখ" এর কেন্দ্রবিন্দুটা একে ঘিরেই তৈরী হয়েছিল। "ফন্ট" বিভিন্ন ধরনের ফন্ট সংগ্রহই আমার "শখ" ছিল । কম্পিউটারের ব্যবহারে ফন্টের ব্যবহার অপিহার্য। সবাই সাধারণত যে ফন্ট ব্যবহার করে লেখালেখি করত আমি সবসময়ই চেষ্টা করতাম এর থেকে একটু ব্যাতিক্রমী ফন্টে লেখাকে উপস্থাপন করতে। সেই থেকে বিভিন্ন ধরনের ফন্ট সংগ্রহ করা এক ধরনের নেশায় পরিনত হল।

প্রথমে বন্ধুদের কাছ থেকে সংগ্রহ শুরু করলেও পরবতর্ীতে বিভিন্ন সিডি থেকে সংগ্রহ করেছি। এর পরিধিটা আরো বেড়ে গেছে যখন ইন্টারনেট-টা পেয়েছি। মোটামুটি ফন্টেল এক বিশাল রাজ্য গড়ে তুলেছিলাম। আমার সব ফন্ট ছিল আমার পিসিতে। কখনও সিডি করে রাখব এটাও খেয়াল করিনি।

কাল রাতে কাজ করছিলাম হঠাৎ কি হল, পিসিটা আর ওপেন হচ্ছিলনা। কোনভাবেই না। অনেক চেষ্টা করেও যখন ব্যার্থ তখন আজ সকালে পিসিটা টেকনিসিয়ানের কাছে পাঠালাম। এই কিছুক্ষন আগে খবর এল, হার্ডডিষ্ক পুরোটা শেষ। মানে নষ্ট হয়ে গিয়েছে।

ব্যকআপ রাখা সম্ভব হয়েছিল কিনা জানতে চাইলে কিছুতেই রিকভার সম্ভব নয় বলে জানিয়ে দিল। সাথে সাথে হারিয়ে গেল আমার এতদিনের জমানো ফন্টের এক বিশাল রাজ্য। আর করুণ মৃতু্য হল আমার "শখ"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।