আমাদের কথা খুঁজে নিন

   

বাংকারে হিটলারের জীবনের শেষ কয়েকটি দিন।

আজ তুমি অন্যের...........প্রীতি! জার্মানির নাৎসি বাহিনীর একনায়ক এ্যাডলফ হিটলার জীবনের শেষ দিনগুলোতে যে বাংকারে লুকিয়ে ছিলেন। ছবিগুলোতে তাঁর সাদামাটা জীবনযাপনের প্রতিছবি ফুটে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষদিকে স্ত্রী ইভা ব্রাউন নিয়ে বার্লিনের একটি বাংকারে আত্মগোপন করেছিলেন, যুদ্ধে আসন্ন পরাজয় জেনে ১৯৪৫ সালের ৩০ এপ্রিল সস্ত্রীক আত্মহত্যা করেন। স্ত্রী ইভা ব্রাউনের সঙ্গে হিটলার। বাংকারের ছবিগুলো নিম্নরুপ ছবিগুলো www.life.com থেকে নেয়া।

১. জার্মান ও সোভিয়েত যুদ্ধে বার্লিনের অবস্থা। ২. হিটলারের পাঠকক্ষ। ৩. ষোড়শ শতাব্দীতে ইতালির মিলান জাদুঘর থেকে চুরি করা একটি চিত্রকর্ম। ৪. বাংকারের ভিতর মোমবাতি দিয়ে মেঝে এবং পালঙ্ক লেগে থাকা রক্ত পরীক্ষা করা হচ্ছে। ৫. বাংকারের ভিতর থাকা হিটলারের আসবাবপত্র এবং ধ্বংসাবশেষ।

৬. ১৯৪৫ সালের ১৯ এপ্রিল প্রকাশিত ইভা ব্রাউন ও হিটলারের নিহত হবার খরব। ৭. হিটলারের বাংকারের ভিতর একজন সোভিয়েত সেন্য। ৮. বাংকারের ভিতর হিটলারের ব্যবহৃত একটি ডেস্ক। ৯. একটি এস এস অফিসার এর কুখ্যাত করোচি মস্তক প্রতীক মাত্র দৃশ্যমান সঙ্গে ক্যাপ। ১০. হিটলারের ব্যবহৃত একটি লকার।

১১. ধারণা করা এই বাগানে হিটলার ও ইভা ব্রাউনকে আত্মহত্যার পর পুড়িয়ে ফেলা হয়। ১২. জার্মান রাষ্ট্রের মন্ত্রিদফতরের ভিতর বাগানের একটি দৃশ্য। ১৩. ১৪. ১৫. ১৬. ১৭. ১৮. ১৯.  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।